Ajker Patrika

চীনের দুই রুটে চালু হচ্ছে বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চীনের দুই রুটে চালু হচ্ছে বিমানের ফ্লাইট

ঢাকা থেকে চীনের নতুন দুটি রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর জন্য চীনের সিভিল অ্যাভিয়েশন অথোরিটি (সিএএসি) বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ঢাকা-কুনমিং এবং ঢাকা-গুয়াংজু রুট চালু করতে অনুমোদন দিয়েছে।

আজ সোমবার রাতে চীনা দূতাবাস জানিয়েছে, চীনের দুটি রুটে বিমানের ফ্লাইট চালুর অনুমোদনের ফলে দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও ব্যবসায়ী সম্প্রদায়ের ভ্রমণ আরও সহজ হবে।

এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বলেন, ‘চীনের দুটো রুটে ফ্লাইট চালু করার জন্য আমরা চীনের সিভিল অ্যাভিয়েশন অনুরোধ জানিয়েছিলাম। তারা এখন অনুমোদন দিয়েছে। তবে এই রুট গুলোতে কবে ফ্লাইট চালু হবে, সেটা বিমান কর্তৃপক্ষ বলতে পারবে।’

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট চালুর জন্য গুয়াংজু বিমানবন্দরে স্লটের জন্য আবেদন করেছি। আর ঢাকা-কুনমিং রুটে ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছি। অফিশিয়ালি প্রক্রিয়া গুলো শেষ হলেই এই দুই রুটে ফ্লাইট চালু করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত