Ajker Patrika

বন্যার্তদের সাহায্যে চায়না রেডক্রসের ২ লাখ ডলার অনুদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৯: ৫১
বন্যার্তদের সাহায্যে চায়না রেডক্রসের ২ লাখ ডলার অনুদান

চীনা রেডক্রস সোসাইটির (আরসিএসসি) পক্ষ থেকে বাংলাদেশে চীনের দূতাবাস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে (বিডিআরসিএস) সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য ২ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে। আজ বুধবার দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বিডিআরসিএসের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্হাবের কাছে অনুদান হস্তান্তর করেন। 

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডিআরসিএসের ব্যবস্থাপনা পরিষদের সদস্য এম. মনজুরুল ইসলাম ও মহাসচিব কাজী শফিকুল আযম। 

হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘চীন বাংলাদেশের জন্য একটি দীর্ঘস্থায়ী অংশীদার, যা বাংলাদেশের করোনা কার্যক্রম এবং অন্যান্য দুর্যোগে ত্রাণ প্রচেষ্টায় চীনের সহায়তার মাধ্যমে প্রমাণিত হয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আরসিএসসি প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে এবং চীন কীভাবে সার্বক্ষণিক বাংলাদেশের পাশে রয়েছে, এটি তার আরেকটি উদাহরণ। ভবিষ্যতে চীন বাংলাদেশের সঙ্গে দুর্যোগবিষয়ক ত্রাণ এবং জরুরি প্রতিক্রিয়ার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যাতে আমাদের দুই দেশের জনগণের কল্যাণ আরও দৃঢ়বদ্ধ করা যায়।’ 

বিডিআরসিএসের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহ্‌হাব বলেন, ‘আমরা ওই অঞ্চলে স্মরণকালের এমন বন্যা কখনো দেখিনি। লাখ লাখ মানুষের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং তাদের আশপাশের প্রায় সব এলাকা প্লাবিত হওয়ায়, তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক দল দুর্যোগপূর্ণ এলাকায় মানুষদের অনেক প্রয়োজনীয় শুকনো খাবার, রান্না করা খাবার, নিরাপদ সুপেয় পানি দিয়ে সাহায্য করছে। চীনের রেডক্রস সোসাইটির এই অনুদান আমাদের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম চালাতে সাহায্য করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত