Ajker Patrika

৬ সংস্কার কমিশনের কিছু সুপারিশ রাজনৈতিক সংলাপ ছাড়াই বাস্তবায়ন হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা। পিআইডি
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা। পিআইডি

অন্তর্বর্তী সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ওই সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ছয়টি কমিশন (সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন) অনেকগুলো সুপারিশ জমা দিয়েছে। এর মধ্যে কিছু সুপারিশ আছে যেগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক সংলাপের দরকার নেই। এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ই বাস্তবায়ন করতে পারে।

শফিকুল আলম বলেন, ‘এসব প্রশাসনিক সিদ্ধান্তের জন্য টাকার তেমন সংশ্লেষ নেই। সেই সিদ্ধান্ত যাতে দ্রুত নেওয়া যায়, সে জন্য প্রধান উপদেষ্টা বলেছেন। এ বিষয়ে ৩০ পৃষ্ঠার একটি কাগজপত্র তৈরি করা হচ্ছে। এসব সিদ্ধান্তের প্রতিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেওয়া হবে এবং তারা তাদের মতো করে এগুলো বাস্তবায়ন করবে। এ সিদ্ধান্ত সব মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে।’

প্রধান উপদেষ্টা সরকারি দপ্তরের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিবকে দ্রুত জনবল নিয়োগে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে কী পরিমাণ নিয়োগ করা যেতে পারে, সে মন্ত্রিপরিষদ সচিব জানাবেন।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চার দিনের সফরে চীনে যাচ্ছেন। তাঁরা আশা করছেন, সেখানে সম্মেলনে যোগদান এবং অন্যান্য কর্মসূচির পাশাপাশি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হবে।

স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে ৫৬০টি মডেল মসজিদের নির্মাণে প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে অনিয়মের অভিযোগ তদন্ত করতে ধর্ম মন্ত্রণালয় কমিটি গঠন করেছে বলে তিনি জানান।

শাহবাগ এলাকায় সভা, সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘ইউএন মহাসচিব আসছেন, এটা আমাদের জন্য সম্মানের বিষয়। এটা গুরুত্বপূর্ণ সফর। তাঁর সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে, রোহিঙ্গাদের সহমর্মিতা প্রকাশ করবেন, রোহিঙ্গা সহায়তা কমানো হয়েছে, এ নিয়ে কথা হবে। এ কারণে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।’

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত