পটুয়াখালী প্রতিনিধি
কয়লা সংকটের কারণে আজ দুপুর ১২টা নাগাদ বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন। এর আগে গত বৃহস্পতিবার (২৫ মে) বন্ধ হয় প্রথম ইউনিট। ১ হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র সমগ্র বরিশাল, খুলনা ও ঢাকার কিছু অংশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
বিষয়টি নিশ্চিত করে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব আজকের পত্রিকাকে বলেন, ‘কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে দুপুর ১২টা ১০মিনিট নাগাদ। ডলার সংকটের কারণে এই কয়লার সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে কয়লা আনার জন্য এলসি খোলা হয়েছে। আশা করছি, এই মাসের শেষের দিকে কয়লাবাহী প্রথম জাহাজ তাপবিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাবে।’
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। এটি পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র নামেই পরিচিতি। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। তবে সঞ্চালন লাইন তৈরি না হওয়ায় বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার পর থেকে দীর্ঘদিন একটি ইউনিট বন্ধ রাখতে হয়েছে। কিছুদিন ধরে দুটি ইউনিটই চলছিল। কয়লা সংকটে প্রথমে একটি বন্ধ হয়ে যায়। এবার পুরোপুরি বন্ধ হয়ে গেল।
শুরু থেকে কয়লা কিনতে ঋণ দিয়ে আসছে বিদ্যুৎকেন্দ্রটির চীনা অংশীদার চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)। কয়লা কেনার দায়িত্ব এখনো সিএমসির। তবে ডলার সংকটের কারণে এলসি খুলতে দেরি হয়েছে বলে জানাচ্ছে সরকার।
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, কয়লা কেনার জন্য সিএমসিকে অর্থ দিয়ে থাকে পায়রা বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। প্রতি ছয় মাস পরপর টাকা আদায় করে তারা। তবে গত এপ্রিল পর্যন্ত বকেয়া পড়ে প্রায় ৩৯ কোটি ডলার (প্রায় ৪ হাজার কোটি টাকা)। গত বছরের নভেম্বরে তারা যে ঋণ দিয়েছিল, সেটি পরিশোধ করার কথা ছিল গত এপ্রিলে। কিন্তু পায়রা কর্তৃপক্ষ বকেয়া বিল দিতে না পারায় নতুন করে কয়লা কেনা যাচ্ছে না।
কয়লা সংকটে গত ২৫ মে একটি ইউনিট বন্ধ হয়ে যায়। আর আজ দুপুর ১২টায় ১০ মিনিটে বাকি ইউনিটটি বন্ধ হয়ে যায়।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৩ হাজার থেকে সাড়ে ১৩ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে প্রায় ১২ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা ৩ হাজার ৪৪০ মেগাওয়াটের বিপরীতে গড়ে ২ হাজার মেগাওয়াট উৎপাদন করছে। আর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে ৭০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। আর এতে প্রতিদিন ১২ হাজার টনের বেশি কয়লা পোড়ানো হচ্ছে।
বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘পটুয়াখালী জেলায় প্রতিদিন ১০ থেকে ১৩ ইউনিটের বিদ্যুৎ প্রয়োজন হয়, সেখানে আমরা প্রতিদিন গড়ে ১০ ইউনিটের মতো বিদ্যুৎ পেয়ে থাকি—এ জন্য লোডশেডিং হচ্ছে। চাহিদামতো বিদ্যুৎ পাওয়া গেলে আর লোডশেডিং হবে না।’
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম বলেন, ‘সংকট কাটিয়ে দ্রুত কয়লা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। আর কয়লা আসতে অন্তত ২৫ দিন সময় লাগতে পারে। সে কারণে জুনের তিন সপ্তাহ পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রাখতে হচ্ছে।’
কয়লা সংকটের কারণে আজ দুপুর ১২টা নাগাদ বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন। এর আগে গত বৃহস্পতিবার (২৫ মে) বন্ধ হয় প্রথম ইউনিট। ১ হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র সমগ্র বরিশাল, খুলনা ও ঢাকার কিছু অংশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
বিষয়টি নিশ্চিত করে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব আজকের পত্রিকাকে বলেন, ‘কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে দুপুর ১২টা ১০মিনিট নাগাদ। ডলার সংকটের কারণে এই কয়লার সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে কয়লা আনার জন্য এলসি খোলা হয়েছে। আশা করছি, এই মাসের শেষের দিকে কয়লাবাহী প্রথম জাহাজ তাপবিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাবে।’
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। এটি পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র নামেই পরিচিতি। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। তবে সঞ্চালন লাইন তৈরি না হওয়ায় বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার পর থেকে দীর্ঘদিন একটি ইউনিট বন্ধ রাখতে হয়েছে। কিছুদিন ধরে দুটি ইউনিটই চলছিল। কয়লা সংকটে প্রথমে একটি বন্ধ হয়ে যায়। এবার পুরোপুরি বন্ধ হয়ে গেল।
শুরু থেকে কয়লা কিনতে ঋণ দিয়ে আসছে বিদ্যুৎকেন্দ্রটির চীনা অংশীদার চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)। কয়লা কেনার দায়িত্ব এখনো সিএমসির। তবে ডলার সংকটের কারণে এলসি খুলতে দেরি হয়েছে বলে জানাচ্ছে সরকার।
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, কয়লা কেনার জন্য সিএমসিকে অর্থ দিয়ে থাকে পায়রা বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। প্রতি ছয় মাস পরপর টাকা আদায় করে তারা। তবে গত এপ্রিল পর্যন্ত বকেয়া পড়ে প্রায় ৩৯ কোটি ডলার (প্রায় ৪ হাজার কোটি টাকা)। গত বছরের নভেম্বরে তারা যে ঋণ দিয়েছিল, সেটি পরিশোধ করার কথা ছিল গত এপ্রিলে। কিন্তু পায়রা কর্তৃপক্ষ বকেয়া বিল দিতে না পারায় নতুন করে কয়লা কেনা যাচ্ছে না।
কয়লা সংকটে গত ২৫ মে একটি ইউনিট বন্ধ হয়ে যায়। আর আজ দুপুর ১২টায় ১০ মিনিটে বাকি ইউনিটটি বন্ধ হয়ে যায়।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৩ হাজার থেকে সাড়ে ১৩ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে প্রায় ১২ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা ৩ হাজার ৪৪০ মেগাওয়াটের বিপরীতে গড়ে ২ হাজার মেগাওয়াট উৎপাদন করছে। আর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে ৭০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। আর এতে প্রতিদিন ১২ হাজার টনের বেশি কয়লা পোড়ানো হচ্ছে।
বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘পটুয়াখালী জেলায় প্রতিদিন ১০ থেকে ১৩ ইউনিটের বিদ্যুৎ প্রয়োজন হয়, সেখানে আমরা প্রতিদিন গড়ে ১০ ইউনিটের মতো বিদ্যুৎ পেয়ে থাকি—এ জন্য লোডশেডিং হচ্ছে। চাহিদামতো বিদ্যুৎ পাওয়া গেলে আর লোডশেডিং হবে না।’
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম বলেন, ‘সংকট কাটিয়ে দ্রুত কয়লা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। আর কয়লা আসতে অন্তত ২৫ দিন সময় লাগতে পারে। সে কারণে জুনের তিন সপ্তাহ পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রাখতে হচ্ছে।’
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার। এই টাস্কফোর্স স্বচ্ছতার সঙ্গে সংবাদপত্রের প্রকৃত প্রচারসংখ্যা নির্ধারণ, ওয়েজবোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণসহ সংবাদপত্রের সার্বিক উন্নয়নে কাজ করবে।
৪ মিনিট আগেরাষ্ট্রপতিরা গত ৩৩ বছরে কতজনের দণ্ড মাফ করেছেন তার তালিকা প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২১ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এ রুল জারি করেন।
১৩ মিনিট আগেপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে লেক্রোঁয়া। এ সময় তিনি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেন।
১৯ মিনিট আগেযুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল থেকে মোয়াজ্জেমকে অব্যাহতি দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩০ মিনিট আগে