Ajker Patrika

করোনায় মারা গেলেন ঢাবির ইমেরিটাস অধ্যাপক আবদুল মতীন

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়
আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৫: ০১
করোনায় মারা গেলেন ঢাবির ইমেরিটাস অধ্যাপক আবদুল মতীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৬টায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

অধ্যাপক আবদুল মতীনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন ঢাবির দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হারুন রশীদ। 

অধ্যাপক হারুন রশীদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক করোনায় আক্রান্ত হয়ে আজ সকাল ৬টায় মৃত্যুবরণ করেছেন। তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি। 

তিনি আরও বলেন, ‘সুগভীর পাণ্ডিত্য ও মৌলিক দার্শনিক চিন্তার অধিকারী এই মহান দার্শনিকের মৃত্যুতে বাংলাদেশের দর্শনচর্চার ইতিহাস সমৃদ্ধ একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। দর্শন পরিবারে গভীর শূন্যতা সৃষ্টি হলো। সর্বোপরি বাংলাদেশের জ্ঞানচর্চা ও বৌদ্ধিক পরিমণ্ডলে অপূরণীয় ক্ষতি হলো। অধ্যাপক ড. আবদুল মতীনের মতো মানুষের মৃত্যু নেই, হতে পারে না। তাঁর কর্ম ও কীর্তির মধ্য দিয়ে যুগ যুগ ধরে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত