Ajker Patrika

পরিবার পরিকল্পনার পরিদর্শিকা পদে ৭৬২১ জনের মৌখিক পরীক্ষা গ্রহণের নির্দেশ

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ৭ হাজার ৬২১ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করে তিন মাসের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।

এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ৭ হাজার ৬২১ জনের নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে ১০৮০ জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে রিটকারীরাসহ সারা দেশ থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করেন। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৩ সালের ২৯ জানুয়ারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ওই লিখিত পরীক্ষায় ৭ হাজার ৬২১ জন আবেদনকারী উত্তীর্ণ হন। রিটকারীরাসহ লিখিত পরীক্ষার উত্তীর্ণ সব প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কিন্তু মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরও ফলাফল প্রকাশ না করে গত ১৪ জানুয়ারি পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে। তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। সেটি শুনানি নিয়ে রুল জারি করা হয়।

আইনজীবীরা বলেন, আবারও মৌখিক পরীক্ষা গ্রহণ করে ফলাফল প্রকাশ করতে বলেছেন হাইকোর্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

বিএনপি ‘সন্তুষ্ট’ নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত