নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপাত্ত সুরক্ষা আইনের খসড়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো এই আইনেরও যথেষ্ট অপপ্রয়োগ হবে। ব্যক্তির তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হবে সরকারের মদদে।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩ (খসড়া) নিয়ে করা সংবাদ সম্মেলনে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
টিআইবির পরিচালক শেখ মঞ্জুর-ই-আলম লিখিত বক্তব্যে জানান, উপাত্ত সুরক্ষা আইন হওয়ার পর সরকারের মত বা অবস্থানের বিরুদ্ধে গেলে যেকোনো সংস্থার সার্ভারে ঢুকবার, উপাত্ত মুছে ফেলার এবং উপাত্ত প্রক্রিয়া করার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো ঘটনা ঘটবে। ফলে সরকারের ব্যক্তির ওপর নজরদারির ক্ষমতা, এর অপপ্রয়োগ এবং মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার হবে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, উপাত্ত সুরক্ষা আইন মানুষকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করবে। এই আইনের মূল উদ্দেশ্য ব্যক্তিগত তথ্য সুরক্ষার বদলে ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা। আইনের শিরোনাম উপাত্ত সুরক্ষা আইনের পরিবর্তে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন হওয়া উচিত। মানবাধিকারের অন্যতম উপাদান ব্যক্তিগত তথ্য সুরক্ষা করা। আইনের খসড়ায় ব্যক্তিগত তথ্য কী তার সংজ্ঞা দেওয়া হয়নি।
সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ মঞ্জুর-ই-আলম বলেন, আইনের আওতায় মানুষের ব্যক্তিগত তথ্য, হোয়াটসঅ্যাপ মেসেজে পর্যন্ত সরকারের প্রবেশাধিকার তৈরি হবে। এই আইন ব্যবহার করে গণমাধ্যমের শুধু কণ্ঠরোধ না, পঙ্গু বানিয়ে দিতে পারবে।
উপাত্ত সুরক্ষা আইনের খসড়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো এই আইনেরও যথেষ্ট অপপ্রয়োগ হবে। ব্যক্তির তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হবে সরকারের মদদে।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩ (খসড়া) নিয়ে করা সংবাদ সম্মেলনে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
টিআইবির পরিচালক শেখ মঞ্জুর-ই-আলম লিখিত বক্তব্যে জানান, উপাত্ত সুরক্ষা আইন হওয়ার পর সরকারের মত বা অবস্থানের বিরুদ্ধে গেলে যেকোনো সংস্থার সার্ভারে ঢুকবার, উপাত্ত মুছে ফেলার এবং উপাত্ত প্রক্রিয়া করার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো ঘটনা ঘটবে। ফলে সরকারের ব্যক্তির ওপর নজরদারির ক্ষমতা, এর অপপ্রয়োগ এবং মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার হবে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, উপাত্ত সুরক্ষা আইন মানুষকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করবে। এই আইনের মূল উদ্দেশ্য ব্যক্তিগত তথ্য সুরক্ষার বদলে ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা। আইনের শিরোনাম উপাত্ত সুরক্ষা আইনের পরিবর্তে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন হওয়া উচিত। মানবাধিকারের অন্যতম উপাদান ব্যক্তিগত তথ্য সুরক্ষা করা। আইনের খসড়ায় ব্যক্তিগত তথ্য কী তার সংজ্ঞা দেওয়া হয়নি।
সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ মঞ্জুর-ই-আলম বলেন, আইনের আওতায় মানুষের ব্যক্তিগত তথ্য, হোয়াটসঅ্যাপ মেসেজে পর্যন্ত সরকারের প্রবেশাধিকার তৈরি হবে। এই আইন ব্যবহার করে গণমাধ্যমের শুধু কণ্ঠরোধ না, পঙ্গু বানিয়ে দিতে পারবে।
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করায় দলগুলো এখন সম্ভাব্য জোটের জন্য আসন ভাগাভাগির আলোচনায় গুরুত্ব দিচ্ছে।
৪ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৫ ঘণ্টা আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
৭ ঘণ্টা আগে