Ajker Patrika

উপাত্ত সুরক্ষা আইনে লঙ্ঘন হবে ব্যক্তির তথ্যের গোপনীয়তা: টিআইবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৫: ১৩
উপাত্ত সুরক্ষা আইনে লঙ্ঘন হবে ব্যক্তির তথ্যের গোপনীয়তা: টিআইবি 

উপাত্ত সুরক্ষা আইনের খসড়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো এই আইনেরও যথেষ্ট অপপ্রয়োগ হবে। ব্যক্তির তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হবে সরকারের মদদে।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩ (খসড়া) নিয়ে করা সংবাদ সম্মেলনে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

টিআইবির পরিচালক শেখ মঞ্জুর-ই-আলম লিখিত বক্তব্যে জানান, উপাত্ত সুরক্ষা আইন হওয়ার পর সরকারের মত বা অবস্থানের বিরুদ্ধে গেলে যেকোনো সংস্থার সার্ভারে ঢুকবার, উপাত্ত মুছে ফেলার এবং উপাত্ত প্রক্রিয়া করার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো ঘটনা ঘটবে। ফলে সরকারের ব্যক্তির ওপর নজরদারির ক্ষমতা, এর অপপ্রয়োগ এবং মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার হবে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, উপাত্ত সুরক্ষা আইন মানুষকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করবে। এই আইনের মূল উদ্দেশ্য ব্যক্তিগত তথ্য সুরক্ষার বদলে ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা। আইনের শিরোনাম উপাত্ত সুরক্ষা আইনের পরিবর্তে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন হওয়া উচিত। মানবাধিকারের অন্যতম উপাদান ব্যক্তিগত তথ্য সুরক্ষা করা। আইনের খসড়ায় ব্যক্তিগত তথ্য কী তার সংজ্ঞা দেওয়া হয়নি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ মঞ্জুর-ই-আলম বলেন, আইনের আওতায় মানুষের ব্যক্তিগত তথ্য, হোয়াটসঅ্যাপ মেসেজে পর্যন্ত সরকারের প্রবেশাধিকার তৈরি হবে। এই আইন ব্যবহার করে গণমাধ্যমের শুধু কণ্ঠরোধ না, পঙ্গু বানিয়ে দিতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত