নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পররাষ্ট্রনীতি অনুসরণ করে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘে ভোটদানে বিরত ছিল। আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না, এটিই আমাদের অবস্থান।
চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বেসরকারি রেডিও মালিকদের সঙ্গে আজ সচিবালয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘পৃথিবীতে শান্তি বিরাজ করুক এটা আমরা চাই। পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ চাই না। বাংলাদেশ যে কোনো অশান্তির বিপক্ষে। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। এ কারণেই জাতিসংঘে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। ভারতও বিরত ছিল, পাকিস্তানও বিরত ছিল, আরও অনেক দেশ বিরত ছিল।’
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ওই প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। গত বুধবার পরিষদের জরুরি অধিবেশনে ১৯৩টি সদস্য রাষ্ট্রের ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে এবং পাঁচটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে।
বাংলাদেশের অবস্থান নিয়ে গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইউক্রেনের ওপর রাশিয়ার চলমান সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবে বাংলাদেশের ভোট না দেওয়া সংবিধান ঘোষিত গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের নীতিমালা পরিপন্থী।’
এর জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ কেন ভোটদানে বিরত ছিল সেটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম অনেক কথা বলেছেন। তিনি কিন্তু সবকিছুর ব্যাখ্যা দেন, ভারত, পাকিস্তান কেন বিরত ছিল এ ব্যাখ্যাটাও যদি তিনি দেন খুব ভালো হয়। সবচেয়ে বড় কথা, আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না। শান্তি স্থাপনে আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না, এটিই আমাদের অবস্থান।’
‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবেরা চান বাংলাদেশ বিবাদে জড়াক। সে জন্যই এ ধরনের কথা বলছেন। কিন্তু বাংলাদেশ কোনো বিবাদে জড়াতে চায় না।’ যোগ করেন তথ্যমন্ত্রী।
পররাষ্ট্রনীতি অনুসরণ করে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘে ভোটদানে বিরত ছিল। আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না, এটিই আমাদের অবস্থান।
চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বেসরকারি রেডিও মালিকদের সঙ্গে আজ সচিবালয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘পৃথিবীতে শান্তি বিরাজ করুক এটা আমরা চাই। পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ চাই না। বাংলাদেশ যে কোনো অশান্তির বিপক্ষে। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। এ কারণেই জাতিসংঘে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। ভারতও বিরত ছিল, পাকিস্তানও বিরত ছিল, আরও অনেক দেশ বিরত ছিল।’
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ওই প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। গত বুধবার পরিষদের জরুরি অধিবেশনে ১৯৩টি সদস্য রাষ্ট্রের ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে এবং পাঁচটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে।
বাংলাদেশের অবস্থান নিয়ে গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইউক্রেনের ওপর রাশিয়ার চলমান সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবে বাংলাদেশের ভোট না দেওয়া সংবিধান ঘোষিত গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের নীতিমালা পরিপন্থী।’
এর জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ কেন ভোটদানে বিরত ছিল সেটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম অনেক কথা বলেছেন। তিনি কিন্তু সবকিছুর ব্যাখ্যা দেন, ভারত, পাকিস্তান কেন বিরত ছিল এ ব্যাখ্যাটাও যদি তিনি দেন খুব ভালো হয়। সবচেয়ে বড় কথা, আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না। শান্তি স্থাপনে আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না, এটিই আমাদের অবস্থান।’
‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবেরা চান বাংলাদেশ বিবাদে জড়াক। সে জন্যই এ ধরনের কথা বলছেন। কিন্তু বাংলাদেশ কোনো বিবাদে জড়াতে চায় না।’ যোগ করেন তথ্যমন্ত্রী।
ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক দেবে সরকার। আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেতিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে আজ সোমবার ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
২ ঘণ্টা আগেক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।...
২ ঘণ্টা আগেচলতি শিক্ষাবর্ষের দুই মাস শেষ হলেও এখনো সব বই হাতে পায়নি স্কুল শিক্ষার্থীরা। অষ্টম ও নবম শ্রেণির এবং ইবতেদায়ি পর্যায়ের কিছু বই এখনো ছাপার অপেক্ষায়। সব মিলিয়ে ৩ কোটি পাঠ্যবই ছাপা বাকি আছে, যার অধিকাংশই মাধ্যমিক পর্যায়ের। আর বিতরণ বাকি সাড়ে ৩ কোটির বেশি পাঠ্যবই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এ
১০ ঘণ্টা আগে