Ajker Patrika

৪০তম বিসিএসের নন-ক্যাডার পদপ্রত্যাশীদের বিষয়ে প্রধানমন্ত্রীকে পরিকল্পনামন্ত্রীর চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

৪০ তম বিসিএসের অপেক্ষমাণ তালিকায় থাকা নন-ক্যাডার পদপ্রত্যাশীদের নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি পাঠিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

আজ মঙ্গলবার পাঠানো এই চিঠির একটি কপি আজকের পত্রিকার হাতে এসেছে। 

চিঠিতে বলা হয়েছে, ৪০ তম বিসিএস পরীক্ষায় ১ হাজার ৯৬৩ জন প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয় এবং ৮ হাজার ১৬৬ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য অপেক্ষমাণ তালিকায় রাখা হয় মর্মে অবহিত করা হয়েছে। নন-ক্যাডার তালিকাভুক্ত ওই প্রার্থীরা চাকরির জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রীর সদয় অবগতির জন্য পাঠানো হলো। 

পুরোনো পদ্ধতিতে নন-ক্যাডার নিয়োগসহ ছয় দফা দাবি আদায়ে তিন দিন ধরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে আন্দোলন করছেন ৪০ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে অপেক্ষমাণ তালিকায় থাকা নন-ক্যাডার চাকরিপ্রার্থীরা। 

প্রধানমন্ত্রীকে পরিকল্পনামন্ত্রী চিঠিতাঁদের দাবির মধ্যে রয়েছে—বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞাপ্তির পরে ৪০-৪৪ তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণ করতে হবে; করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে সুপারিশ করতে হবে; যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি চলতি বছরের ২৯ মার্চ পর্যন্ত ৩৪-৩৮ তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে সেই প্রক্রিয়া অনুসরণ করে সমস্যার সমাধান করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত