নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ রোববার নিজের ফেসবুক পেজে এক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, আমাদের নিজস্ব গ্যাসের রিজার্ভ কমতে শুরু করেছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় গ্যাসের উৎপাদন ছিল ১ হাজার ৭৪৪ এমএমসিএফডি (মিলিয়ন কিউবিক ফুট পার ডে)। সেখান থেকে উৎপাদন সক্ষমতা বেড়ে ২ হাজার ৭৫০ এমএমসিএফডি হয়েছিল। ২০১৮ সাল পর্যন্ত এ সক্ষমতায় গ্যাস উৎপাদন হয়েছে। বর্তমানে দেশের নিজস্ব গ্যাস ফিল্ড থেকে ২ হাজার ৩০০ এমএমসিএফডি গ্যাস উৎপাদন করা হচ্ছে।’
গতকাল শনিবার রাত থেকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলায় ৭ নম্বর কূপ থেকে বাপেক্সের বিজয়-১১ রিগ দ্বারা ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক ১৯ এমএমসিএফ (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়েছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
দেশে বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৬০০ এমএমসিএফডি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে নিজস্ব গ্যাস ফিল্ড থেকে ২ হাজার ৩০০ এমএমসিএফডি উৎপাদন করা হচ্ছে। বাকিটা এলএনজি (তরলীকৃত গ্যাস) আমদানি করে ৮৫০ এমএমসিএফডি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, আমদানির পরও বর্তমানে গ্যাস সরবরাহে ঘাটতি ৪৫০ এমএমসিএফডি।
দেশে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ রোববার নিজের ফেসবুক পেজে এক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, আমাদের নিজস্ব গ্যাসের রিজার্ভ কমতে শুরু করেছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় গ্যাসের উৎপাদন ছিল ১ হাজার ৭৪৪ এমএমসিএফডি (মিলিয়ন কিউবিক ফুট পার ডে)। সেখান থেকে উৎপাদন সক্ষমতা বেড়ে ২ হাজার ৭৫০ এমএমসিএফডি হয়েছিল। ২০১৮ সাল পর্যন্ত এ সক্ষমতায় গ্যাস উৎপাদন হয়েছে। বর্তমানে দেশের নিজস্ব গ্যাস ফিল্ড থেকে ২ হাজার ৩০০ এমএমসিএফডি গ্যাস উৎপাদন করা হচ্ছে।’
গতকাল শনিবার রাত থেকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলায় ৭ নম্বর কূপ থেকে বাপেক্সের বিজয়-১১ রিগ দ্বারা ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক ১৯ এমএমসিএফ (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়েছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
দেশে বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৬০০ এমএমসিএফডি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে নিজস্ব গ্যাস ফিল্ড থেকে ২ হাজার ৩০০ এমএমসিএফডি উৎপাদন করা হচ্ছে। বাকিটা এলএনজি (তরলীকৃত গ্যাস) আমদানি করে ৮৫০ এমএমসিএফডি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, আমদানির পরও বর্তমানে গ্যাস সরবরাহে ঘাটতি ৪৫০ এমএমসিএফডি।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চললেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের পর বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর চিত্র আরেকবার প্রকাশ পেয়েছে। এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো
১ ঘণ্টা আগেস্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা
২ ঘণ্টা আগেসরকারি কর্মচারীদের জন্য অনানুগত্যের ধারা বাদ দিয়ে ও সব ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে।
২ ঘণ্টা আগে১৯২৫ সালের ২৩ জুলাই, গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়ায় জন্মগ্রহণ করা শিশুটি যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে যাবেন, সেটা হয়তো সেদিনই বোঝা যায়নি। কিন্তু সেদিনের ক্ষীণকায় শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠেন। আজীবন সঙ্গী হয় শান্ত, সংযমী, আত্মমগ্ন স্বভাব। তিনি তাজউদ্দীন আহমদ—স্বাধীন বাংলাদ
৩ ঘণ্টা আগে