Ajker Patrika

গ্যাসের রিজার্ভ কমতে শুরু করেছে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্যাসের রিজার্ভ কমতে শুরু করেছে: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ রোববার নিজের ফেসবুক পেজে এক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, আমাদের নিজস্ব গ্যাসের রিজার্ভ কমতে শুরু করেছে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় গ্যাসের উৎপাদন ছিল ১ হাজার ৭৪৪ এমএমসিএফডি (মিলিয়ন কিউবিক ফুট পার ডে)। সেখান থেকে উৎপাদন সক্ষমতা বেড়ে ২ হাজার ৭৫০ এমএমসিএফডি হয়েছিল। ২০১৮ সাল পর্যন্ত এ সক্ষমতায় গ্যাস উৎপাদন হয়েছে। বর্তমানে দেশের নিজস্ব গ্যাস ফিল্ড থেকে ২ হাজার ৩০০ এমএমসিএফডি গ্যাস উৎপাদন করা হচ্ছে।’ 

গতকাল শনিবার রাত থেকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলায় ৭ নম্বর কূপ থেকে বাপেক্সের বিজয়-১১ রিগ দ্বারা ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক ১৯ এমএমসিএফ (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়েছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। 

দেশে বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৬০০ এমএমসিএফডি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে নিজস্ব গ্যাস ফিল্ড থেকে ২ হাজার ৩০০ এমএমসিএফডি উৎপাদন করা হচ্ছে। বাকিটা এলএনজি (তরলীকৃত গ্যাস) আমদানি করে ৮৫০ এমএমসিএফডি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’ 

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, আমদানির পরও বর্তমানে গ্যাস সরবরাহে ঘাটতি ৪৫০ এমএমসিএফডি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত