Ajker Patrika

কাল বাংলাদেশে আসছেন জাতিসংঘের ৭৫ তম সাধারণ অধিবেশনের সভাপতি

নিজস্ব প্রতিবেদক
কাল বাংলাদেশে আসছেন জাতিসংঘের ৭৫ তম সাধারণ অধিবেশনের সভাপতি

ঢাকা: আগামীকাল বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের ৭৫ তম সাধারণ অধিবেশনের সভাপতি ভলকান বজকির। ২৫ মে তাঁর ঢাকা সফরের কথা সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ঢাকার জাতিসংঘের তথ্য কেন্দ্র।

জাতিসংঘের তথ্য কেন্দ্র জানায়, আগামী ২৫ থেকে ২৭ মে বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন জাতিসংঘের ৭৫ তম সাধারণ অধিবেশনের সভাপতি ভলকান বজকির।

বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। বাংলাদেশ সফরকালে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক প্রেক্ষাপটের ওপর বক্তৃতা দেবেন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ ছাড়া বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন। বাংলাদেশ সফরের সময়ে ভলকান বজকির কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাবেন। সেখানে ঢাকার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও আবাসিক সমন্বয়কারীর কার্যক্রম সম্পর্কে তুরস্কের এ সাবেক কূটনৈতিককে জানানো হবে।

বাংলাদেশ সফরের পাশাপাশি ভলকান বজকির পাকিস্তান সফরেও যাবেন। পাকিস্তান পৌঁছালে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন। পাকিস্তান সফরকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রী মাখদুম শাহ মোহাম্মদ কুরেশির সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনের এজেন্ডা নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ে বহুপাক্ষিকতা এবং বর্তমানে যে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বহুপাক্ষিকতা ব্যবস্থা প্রয়োজন তা নিয়ে বক্তৃতা দেবেন বজকির। এ ছাড়া পাকিস্তানের জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত