Ajker Patrika

ইউএনওদের মতো উপজেলা চেয়ারম্যানদেরও নিরাপত্তা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউএনওদের মতো উপজেলা চেয়ারম্যানদেরও নিরাপত্তা দেওয়ার নির্দেশ

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মতোই উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে উপজেলা পরিষদ ভবনে থাকা সাইনবোর্ডে ইউএনও কার্যালয়ের পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লিখতে বলা হয়েছে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারী পক্ষের আইনজীবী সাইফুল্লাহ মামুন আজ বৃহস্পতিবার এ আদেশের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর এ আদেশ দেওয়া হয়। 

এ ছাড়া উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩ (ক), ১৩ (খ) ও ১৩ (গ) কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদেরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

চলতি বছরের ১৫ জুন উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে ইউএনওদের ক্ষমতা দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যান ওই রিট করেন। 

রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন ও ড. মহিউদ্দিন মো. আলামিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত