কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে চলছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭ তম বিশেষ অধিবেশন। সেখানে বাংলাদেশ এ ঘোষণা দেয়।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের জনগণের ক্রমবর্ধমান গুরুতর মানবিক সংকট মোকাবিলায় সহায়তা করতে পাকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ইসলামাবাদে শুরু হয়েছে ওআইসির অধিবেশন।
অধিবেশনে সব সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের যোগ দেওয়ার কথা ছিল। তবে আইসোলেশনে থাকায় তিনি শেষ মুহূর্তে পাকিস্তান যেতে পারেননি। ওআইসির এ সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফগানিস্তানের মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও ওষুধ দেবে বাংলাদেশ। আফগানিস্তান নিয়ে ওআইসি ১৭ তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের এ ঘোষণার কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক।
নারী ও শিশুসহ লক্ষাধিক আফগানের জরুরিভিত্তিতে খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহের প্রয়োজন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যমতে, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ, ২ কোটি ২৮ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের সম্মুখীন। তাদের মধ্যে ৩২ লাখ আফগান শিশু এবং ৭ লাখ গর্ভবতী নারী তীব্রভাবে পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের ধারণা মতে, আফগানিস্তানের ৩ কোটি ৮০ লাখ লোকের মধ্যে ৬০ শতাংশ তীব্র ক্ষুধার সংকটের সম্মুখীন এবং এই পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য মতে, আফগানিস্তানে এর আগে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা ২৯ লাখ। সেই সঙ্গে ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন করে ৬ লাখ ৬৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে, এই মুহূর্তে যথাযথ ব্যবস্থা না নিলে এখানে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।
প্রসঙ্গত, আফগানিস্তান ওআইসির প্রতিষ্ঠাতা সদস্য।
আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে চলছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭ তম বিশেষ অধিবেশন। সেখানে বাংলাদেশ এ ঘোষণা দেয়।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের জনগণের ক্রমবর্ধমান গুরুতর মানবিক সংকট মোকাবিলায় সহায়তা করতে পাকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ইসলামাবাদে শুরু হয়েছে ওআইসির অধিবেশন।
অধিবেশনে সব সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের যোগ দেওয়ার কথা ছিল। তবে আইসোলেশনে থাকায় তিনি শেষ মুহূর্তে পাকিস্তান যেতে পারেননি। ওআইসির এ সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফগানিস্তানের মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে খাদ্য ও ওষুধ দেবে বাংলাদেশ। আফগানিস্তান নিয়ে ওআইসি ১৭ তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের এ ঘোষণার কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক।
নারী ও শিশুসহ লক্ষাধিক আফগানের জরুরিভিত্তিতে খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহের প্রয়োজন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যমতে, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ, ২ কোটি ২৮ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের সম্মুখীন। তাদের মধ্যে ৩২ লাখ আফগান শিশু এবং ৭ লাখ গর্ভবতী নারী তীব্রভাবে পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের ধারণা মতে, আফগানিস্তানের ৩ কোটি ৮০ লাখ লোকের মধ্যে ৬০ শতাংশ তীব্র ক্ষুধার সংকটের সম্মুখীন এবং এই পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য মতে, আফগানিস্তানে এর আগে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা ২৯ লাখ। সেই সঙ্গে ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন করে ৬ লাখ ৬৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে, এই মুহূর্তে যথাযথ ব্যবস্থা না নিলে এখানে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।
প্রসঙ্গত, আফগানিস্তান ওআইসির প্রতিষ্ঠাতা সদস্য।
বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পে সাশ্রয় হওয়া টাকায় আরও ৩৫টি কোচ (বগি) কেনার সিদ্ধান্ত হলেও নির্দিষ্ট মেয়াদে সেগুলো আসছে না। যে সময়ে আসবে, তখন টাকা পরিশোধে জটিলতার কারণে এই প্রকল্পের মেয়াদ আগামী বছর জুন পর্যন্ত এক বছর বাড়ানো হচ্ছে।
৮ ঘণ্টা আগেপরপর দুটি দুর্ঘটনায় উড়ে যায় বাসের ছাদ। বাসে যাত্রী ছিলেন ৬০ জন। আহতও হন বেশ কয়েকজন। তবে এরপরও বাস থামাননি চালক। ছাদবিহীন বাস বেপরোয়া গতিতে চালিয়েছেন প্রায় ৫ কিলোমিটার। এরপর যাত্রী ও ওই পথে চলা অন্যদের রোষের মুখ বাস থামিয়ে পালিয়ে যান চালক।
১০ ঘণ্টা আগেপররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ‘মহান মুক্তিযুদ্ধে গণহত্যার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা ও স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদের বকেয়া অর্থ দাবি’ করা হয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে এই অমীমাংসিত
১২ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ‘দ্বিধাগ্রস্ত’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আরাকান আর্মি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত নয়, তাই আনুষ্ঠানিক আলোচ
১৩ ঘণ্টা আগে