Ajker Patrika

আ.লীগ সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ। ছবি: স্ক্রিনশট
আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ। ছবি: স্ক্রিনশট

অনলাইনে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত পরিপত্র আকারে জারি হওয়ার অপেক্ষায় সংস্থাটি।

আজ রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটাসহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।’

ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের দলটির একটি ভেরিফায়েড পেজ রয়েছে। পেজটিতে বর্তমানে অনুসারীর সংখ্যা প্রায় ৪০ লাখ।

ফয়েজ আহমদ বলেন, এ ছাড়া এ-টিমসহ বিভিন্ন পেজ আওয়ামী লীগের হয়ে কাজ করে। এসব পেজ ও ইউটিউব চ্যানেল ক্রমাগত অপতথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, ‘আমরা বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত