ঢাকা: চীনের সিনোফার্ম উদ্ভাবিত কোভিড টিকা প্রতি ডোজ ১০ ডলার করে কিনবে সরকার। আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় চীন থেকে সরকারি পর্যায়ে সরাসরি এই টিকা কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। এই দামে চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনা হবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার। তিনি বলেন, জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকাদান অব্যাহত রাখতে চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে সার্স কোভ-২ ভ্যাকসিন কেনার অনুমোদন দেওয়া হয়েছে। দেড় কোটি ডোজ টিকার মোট দাম পড়বে ১৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হয় ১ হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা (৮৫ টাকা বিনিময় হার ধরে)। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার পড়বে।
অতিরিক্ত সচিব জানান, সিনোফার্ম প্রতি মাসে ৫০ লাখ করে জুন, জুলাই ও আগস্ট–এ তিন মাসে ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে। এই কেনাকাটায় তৃতীয় কোনো দেশীয় প্রতিষ্ঠান নেই। সরাসরি চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এই ক্রয় চুক্তি হচ্ছে।
উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা কিনেছে সরকার। সেরামের ৭০ লাখ এবং ভারত সরকারের উপহার দেওয়া ৩৩ লাখ ডোজ দিয়েই এত দিন টিকাদান কর্মসূচি চালিয়েছে সরকার। সেই টিকার প্রতি ডোজের দাম পড়েছে সব মিলিয়ে পাঁচ ডলার।
তিন কোটি ডোজ টিকা কিনতে গত বছরের নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে সরকার। অগ্রিম অর্থ পরিশোধও করা হয়। দেশে সরবরাহকারী হিসেবে চুক্তিবদ্ধ হয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দুই দফায় এসেছে মাত্র ৭০ লাখ ডোজ। অথচ মে মাস পর্যন্ত দেড় কোটি ডোজ টিকা পাওয়ার কথা। ভারত সরকারের পক্ষ থেকে উপহারের ৩৩ লাখসহ সব মিলিয়ে ১ কোটি ৩ লাখ ডোজ টিকা হাতে পেয়েছে সরকার। টিকা সংকটের কারণে বন্ধ রয়েছে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি।
এরই মধ্যে টিকা কিনতে রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। চলে এসেছে চীনের উপহারের পাঁচ লাখ টিকা। গত মঙ্গলবার থেকে এই টিকা প্রয়োগও শুরু হয়েছে। তবে অক্সফোর্ডের প্রথম ডোজের টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জনের মধ্যে ১৪ লাখের বেশি মানুষের দ্বিতীয় ডোজ পাওয়া অনিশ্চিত। চীন বা রাশিয়ার টিকা দিয়ে সেই ডোজ পূর্ণ করা যাবে কি–না এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না স্বাস্থ্য বিভাগ।
ঢাকা: চীনের সিনোফার্ম উদ্ভাবিত কোভিড টিকা প্রতি ডোজ ১০ ডলার করে কিনবে সরকার। আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় চীন থেকে সরকারি পর্যায়ে সরাসরি এই টিকা কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। এই দামে চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনা হবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার। তিনি বলেন, জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকাদান অব্যাহত রাখতে চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে সার্স কোভ-২ ভ্যাকসিন কেনার অনুমোদন দেওয়া হয়েছে। দেড় কোটি ডোজ টিকার মোট দাম পড়বে ১৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হয় ১ হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা (৮৫ টাকা বিনিময় হার ধরে)। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার পড়বে।
অতিরিক্ত সচিব জানান, সিনোফার্ম প্রতি মাসে ৫০ লাখ করে জুন, জুলাই ও আগস্ট–এ তিন মাসে ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে। এই কেনাকাটায় তৃতীয় কোনো দেশীয় প্রতিষ্ঠান নেই। সরাসরি চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এই ক্রয় চুক্তি হচ্ছে।
উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা কিনেছে সরকার। সেরামের ৭০ লাখ এবং ভারত সরকারের উপহার দেওয়া ৩৩ লাখ ডোজ দিয়েই এত দিন টিকাদান কর্মসূচি চালিয়েছে সরকার। সেই টিকার প্রতি ডোজের দাম পড়েছে সব মিলিয়ে পাঁচ ডলার।
তিন কোটি ডোজ টিকা কিনতে গত বছরের নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে সরকার। অগ্রিম অর্থ পরিশোধও করা হয়। দেশে সরবরাহকারী হিসেবে চুক্তিবদ্ধ হয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দুই দফায় এসেছে মাত্র ৭০ লাখ ডোজ। অথচ মে মাস পর্যন্ত দেড় কোটি ডোজ টিকা পাওয়ার কথা। ভারত সরকারের পক্ষ থেকে উপহারের ৩৩ লাখসহ সব মিলিয়ে ১ কোটি ৩ লাখ ডোজ টিকা হাতে পেয়েছে সরকার। টিকা সংকটের কারণে বন্ধ রয়েছে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি।
এরই মধ্যে টিকা কিনতে রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। চলে এসেছে চীনের উপহারের পাঁচ লাখ টিকা। গত মঙ্গলবার থেকে এই টিকা প্রয়োগও শুরু হয়েছে। তবে অক্সফোর্ডের প্রথম ডোজের টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জনের মধ্যে ১৪ লাখের বেশি মানুষের দ্বিতীয় ডোজ পাওয়া অনিশ্চিত। চীন বা রাশিয়ার টিকা দিয়ে সেই ডোজ পূর্ণ করা যাবে কি–না এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না স্বাস্থ্য বিভাগ।
শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক বা অবরুদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে তাঁদের এনআইডি যাচাই করে সেবা নেওয়ার পথ রুদ্ধ হলো। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১৮ মিনিট আগেরাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে পাঁচটি কমিশনের একটি শ্রমবিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন...
১ ঘণ্টা আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগেহাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনার জন্য সচিব, রেলপথ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্য সদস্যদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি থাকবে এবং প্রতিটি হাসপাতালের জন্য পৃথক স্থানীয় যৌথ ব্যবস্থাপনা কমিটি থাকবে। এই ব্যবস্থাপনা কমিটির গঠন ও কার্যপরিধি সরকার..
৩ ঘণ্টা আগে