Ajker Patrika

রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার সকালে বিএসএমএমইউ উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকারের বিষয়টি জানান। 

সৌজন্য সাক্ষাৎকালে বিএসএমএমইউ উপাচার্য, রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন। এ সময় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের মেয়াদ সমান করার আহ্বান জানান উপাচার্য। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন তিনি। 

এ ছাড়াও রাষ্ট্রপতির কাছে বিএসএমএমইউ’র স্থানাভাবের বিষয়টি তুলে ধরেন উপাচার্য। রাষ্ট্রপতিকে অবহিত করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীদের জন্য নিজস্ব কোনো বাসস্থান নেই। বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের জন্য বাসস্থান অতি প্রয়োজন। 

সাক্ষাৎকার শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের কার্যক্রমে আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ সন্তুষ্টি প্রকাশ করেন বলে জানান উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত