Ajker Patrika

সাবেক ডিআইজি আবদুল বাতেনসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ২৩: ১৮
পুলিশের সাবেক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল বাতেন। ফাইল ছবি
পুলিশের সাবেক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল বাতেন। ফাইল ছবি

রাজশাহী রেঞ্জ পুলিশের সাবেক ডিআইজি ও বর্তমানে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত মো. আবদুল বাতেন, তাঁর স্ত্রী নুরজাহান আক্তার হীরাসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞার এই আদেশ দেন।

অন্য যাঁদের দেশত্যাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন শাহজালাল ব্যাংকের দোহার শাখার সাবেক ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী নাজমুন নাহার স্বর্ণা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষে পৃথক দুই আবেদনে বাতেন ও হীরার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করেন উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি।

আবেদনে বলা হয়, আসামি মো. আবদুল বাতেনের বিরুদ্ধে ঘুষ নেওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এসব সম্পদ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে গড়েছেন তিনি। বিষয়টি অনুসন্ধানাধীন রয়েছে।

উপসহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায় একটি আবেদনে শহিদুল ও তাঁর স্ত্রীর দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মেসার্স লাকী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আলাউদ্দিন মোল্লা ও শাহজালাল ইসলামী ব্যাংকের দোহার শাখার সাবেক ব্যবস্থাপক শহিদুল ইসলামের বিরুদ্ধে জাল মানি রিসিটের মাধ্যমে উক্ত শাখার মেয়াদি আমানতের ১০ লাখ টাকা নগদায়নের প্রচেষ্টা নেওয়া-সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

আবেদনে বলা হয়েছে, অভিযোগসংশ্লিষ্টরা দেশ ছেড়ে পালাতে পারেন। সে জন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত