নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলছে বৈশাখ মাস। বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ঝড়-বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এতে ফসলের ক্ষতি হতে পারে। তাই কালবৈশাখীর শঙ্কা থাকায় পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ থেকে ৩০ এপ্রিল এই সময়ের প্রথমার্ধে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে, মাঝামাঝি সময়ে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে এবং এই সময়ের শেষে খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে কৃষি তথ্য সার্ভিসের বেতার কৃষি অফিসার ইসমাত জাহান এমি আজকের পত্রিকাকে বলেন, বৈশাখ মাসে ৮০ শতাংশ ধান পাকা হলেই তা কেটে ফেলতে হবে। ইতিমধ্যে সুনামগঞ্জ হাওরসহ বিভিন্ন জায়গায় পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। হাওর অঞ্চলে ৬০ থেকে ৭০ ভাগ ধান কাটা শেষ হয়েছে ইতিমধ্যে।
এদিকে টানা প্রায় চার দিনের তাপপ্রবাহ শেষে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। এ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রোববার থেকে। আজ সোমবার সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা। বেলা পৌনে ১টার দিকে ঢাকায় বৃষ্টি নামে। রাজধানীতে আজ ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী চার দিন বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ মে থেকে তাপমাত্রা বাড়তে পারে।
বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন এই তাপপ্রবাহ কমে গেছে। আগামীকাল থেকে আরও কমে যাবে। তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বাড়বে।
চলছে বৈশাখ মাস। বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ঝড়-বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এতে ফসলের ক্ষতি হতে পারে। তাই কালবৈশাখীর শঙ্কা থাকায় পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ থেকে ৩০ এপ্রিল এই সময়ের প্রথমার্ধে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে, মাঝামাঝি সময়ে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে এবং এই সময়ের শেষে খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে কৃষি তথ্য সার্ভিসের বেতার কৃষি অফিসার ইসমাত জাহান এমি আজকের পত্রিকাকে বলেন, বৈশাখ মাসে ৮০ শতাংশ ধান পাকা হলেই তা কেটে ফেলতে হবে। ইতিমধ্যে সুনামগঞ্জ হাওরসহ বিভিন্ন জায়গায় পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। হাওর অঞ্চলে ৬০ থেকে ৭০ ভাগ ধান কাটা শেষ হয়েছে ইতিমধ্যে।
এদিকে টানা প্রায় চার দিনের তাপপ্রবাহ শেষে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। এ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রোববার থেকে। আজ সোমবার সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা। বেলা পৌনে ১টার দিকে ঢাকায় বৃষ্টি নামে। রাজধানীতে আজ ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী চার দিন বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ মে থেকে তাপমাত্রা বাড়তে পারে।
বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন এই তাপপ্রবাহ কমে গেছে। আগামীকাল থেকে আরও কমে যাবে। তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বাড়বে।
ঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ...
১৮ মিনিট আগেগণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার সবগুলোর নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
২২ মিনিট আগেএ ছাড়া পলাতক থাকায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহানকে নিয়োগ দেন আপিল বিভাগ।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা–সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। এসব মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের স্বাধীন তদন্তের পাশাপাশি দায়িত্বহীনতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদ...
২ ঘণ্টা আগে