অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার পর এ বৈঠক শুরু হয়।
এর আগে সোমবার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ এবং উপদেষ্টা পরিষদের রদবদলের বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
শফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা পদত্যাগ করেননি। আর উপদেষ্টা রদবদলের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখনো জানি না।’
এর আগে এ দিন সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অর্থনৈতিক কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বিডার চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কী উদ্যোগ নিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, চাকরির ক্ষেত্র তৈরি হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব।
সরকারে প্রতিটি সেক্টরে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘সরকারের অনেক মন্ত্রণালয়, অধিদপ্তরে ই-ফাইলিং নেই, এতে সরকারের সিদ্ধান্তগ্রহণ ধীর গতি হয়ে যায়, এ জায়গাটায় গতি আনার জন্য ফাইল যাতে ম্যানুয়ালি মুভ না করে সেটা দ্রুত করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।’
সরকারের কাজের সমন্বয় যাতে সহজ ও দ্রুত হয়, এ জন্য এই সিদ্ধান্ত হয়েছে। ই-ফাইলিং হলে দুর্নীতি কমে আসে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কীভাবে এস্তোনিয়ায় দুর্নীতি কমেছে, সেটা বাংলাদেশের সঙ্গে শেয়ার করতে চেয়েছে। আমরাও বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছি।’ এর মাধ্যমে ফাইল মনিটরিং সহজ ও ট্র্যাকিং করা যাবে বলেও জানান তিনি।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো পাঠিয়েছে বলে জানান প্রেস সচিব। রাজনৈতিক দলগুলো তাদের বিশ্লেষণ কমিশনের কাছে জানাবে বলেও উল্লেখ করেন তিনি। শফিকুল আলম বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন আগে সব দলের মতামত নিক। এরপর বৈঠকের (রাজনৈতিক দলের সঙ্গে) বিষয়ে আপনাদের (সাংবাদিক) জানাবে।’
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সিরিয়াস। ছাত্রদের মধ্যে আইনশৃঙ্খলার অবনতির পরিস্থিতি সৃষ্টি হলে আমরা অবশ্যই দেখব। আইনের অবনতি হোক, সেটা আমরা চাই না। সে বিষয়ে কাজ করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার পর এ বৈঠক শুরু হয়।
এর আগে সোমবার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ এবং উপদেষ্টা পরিষদের রদবদলের বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
শফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা পদত্যাগ করেননি। আর উপদেষ্টা রদবদলের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখনো জানি না।’
এর আগে এ দিন সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অর্থনৈতিক কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বিডার চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কী উদ্যোগ নিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, চাকরির ক্ষেত্র তৈরি হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব।
সরকারে প্রতিটি সেক্টরে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘সরকারের অনেক মন্ত্রণালয়, অধিদপ্তরে ই-ফাইলিং নেই, এতে সরকারের সিদ্ধান্তগ্রহণ ধীর গতি হয়ে যায়, এ জায়গাটায় গতি আনার জন্য ফাইল যাতে ম্যানুয়ালি মুভ না করে সেটা দ্রুত করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।’
সরকারের কাজের সমন্বয় যাতে সহজ ও দ্রুত হয়, এ জন্য এই সিদ্ধান্ত হয়েছে। ই-ফাইলিং হলে দুর্নীতি কমে আসে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কীভাবে এস্তোনিয়ায় দুর্নীতি কমেছে, সেটা বাংলাদেশের সঙ্গে শেয়ার করতে চেয়েছে। আমরাও বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছি।’ এর মাধ্যমে ফাইল মনিটরিং সহজ ও ট্র্যাকিং করা যাবে বলেও জানান তিনি।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো পাঠিয়েছে বলে জানান প্রেস সচিব। রাজনৈতিক দলগুলো তাদের বিশ্লেষণ কমিশনের কাছে জানাবে বলেও উল্লেখ করেন তিনি। শফিকুল আলম বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন আগে সব দলের মতামত নিক। এরপর বৈঠকের (রাজনৈতিক দলের সঙ্গে) বিষয়ে আপনাদের (সাংবাদিক) জানাবে।’
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সিরিয়াস। ছাত্রদের মধ্যে আইনশৃঙ্খলার অবনতির পরিস্থিতি সৃষ্টি হলে আমরা অবশ্যই দেখব। আইনের অবনতি হোক, সেটা আমরা চাই না। সে বিষয়ে কাজ করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার। এই টাস্কফোর্স স্বচ্ছতার সঙ্গে সংবাদপত্রের প্রকৃত প্রচারসংখ্যা নির্ধারণ, ওয়েজবোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণসহ সংবাদপত্রের সার্বিক উন্নয়নে কাজ করবে।
৮ মিনিট আগেরাষ্ট্রপতিরা গত ৩৩ বছরে কতজনের দণ্ড মাফ করেছেন তার তালিকা প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২১ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এ রুল জারি করেন।
১৬ মিনিট আগেপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে লেক্রোঁয়া। এ সময় তিনি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেন।
২২ মিনিট আগেযুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল থেকে মোয়াজ্জেমকে অব্যাহতি দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩৩ মিনিট আগে