নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘রিসেট বাটন’ শব্দ দুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-বিশ্লেষণ চলছে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন তিনি। বিষয়টি তিনি তার ফেসবুক আইডিতেও পোস্ট করেছেন।
বিজ্ঞপ্তিতে শফিকুল আলম লিখেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রিসেট বোতাম চাপার কথা বলে বোঝাতে চেয়েছেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে নতুন করে শুরু করা। যা বাংলাদেশের সব প্রধান প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এবং লাখ লাখ মানুষের ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা হরণ করেছে। তিনি বাংলাদেশের গর্বের ইতিহাস মুছে দিতে চাননি।
শফিকুল আলম বলেন, রিসেট বোতাম চাপার অর্থ হলো—আপনি আবার সব নতুন করে শুরু করার জন্য সফটওয়্যার রিসেট করবেন। এর অর্থ হার্ডওয়্যার পরিবর্তন নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার (কাঠামো) সৃষ্টি করেছে।
প্রেস সচিব বলেন, সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার কিছু মানুষ ভুলভাবে ব্যাখ্যা করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ৮ আগস্ট ঢাকা পৌঁছালে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থান ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা হলো দেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধ ১৯৭১।
শফিকুল আলম এ সময় মুক্তিযুদ্ধ চলাকালে ড. ইউনূসের অবদান স্মরণ করিয়ে দিয়ে বলেন, অধ্যাপক ইউনূস (যুক্তরাষ্ট্রের) মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরই বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন এবং মার্কিন সরকারকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে প্ররোচিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা শুরু করেন। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বাংলাদেশের গণহত্যা সম্পর্কে বিশ্বকে জানাতে বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেছিলেন তিনি।
আরও খবর পড়ুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘রিসেট বাটন’ শব্দ দুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-বিশ্লেষণ চলছে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন তিনি। বিষয়টি তিনি তার ফেসবুক আইডিতেও পোস্ট করেছেন।
বিজ্ঞপ্তিতে শফিকুল আলম লিখেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রিসেট বোতাম চাপার কথা বলে বোঝাতে চেয়েছেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে নতুন করে শুরু করা। যা বাংলাদেশের সব প্রধান প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এবং লাখ লাখ মানুষের ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা হরণ করেছে। তিনি বাংলাদেশের গর্বের ইতিহাস মুছে দিতে চাননি।
শফিকুল আলম বলেন, রিসেট বোতাম চাপার অর্থ হলো—আপনি আবার সব নতুন করে শুরু করার জন্য সফটওয়্যার রিসেট করবেন। এর অর্থ হার্ডওয়্যার পরিবর্তন নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার (কাঠামো) সৃষ্টি করেছে।
প্রেস সচিব বলেন, সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার কিছু মানুষ ভুলভাবে ব্যাখ্যা করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ৮ আগস্ট ঢাকা পৌঁছালে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থান ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা হলো দেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধ ১৯৭১।
শফিকুল আলম এ সময় মুক্তিযুদ্ধ চলাকালে ড. ইউনূসের অবদান স্মরণ করিয়ে দিয়ে বলেন, অধ্যাপক ইউনূস (যুক্তরাষ্ট্রের) মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরই বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন এবং মার্কিন সরকারকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে প্ররোচিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা শুরু করেন। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বাংলাদেশের গণহত্যা সম্পর্কে বিশ্বকে জানাতে বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেছিলেন তিনি।
আরও খবর পড়ুন:
মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করার লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ও বাংলাদেশ সরকার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার মিশন খোলা হবে।
২ ঘণ্টা আগেবাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের কার্যক্রম চালু করতে সরকার যে দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টা দেখিয়েছে, তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
২ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে ‘হট টেস্টিং’ বা বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্ভরযোগ্যতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগেদুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের চাকা বিস্ফোরণের ঘটনায় প্রায় ৩২ ঘণ্টা ধরে যাত্রা বিঘ্নিত হয়।
৫ ঘণ্টা আগে