নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীনের সিনোফার্মের আরও ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। চীনের টিকাসহ বৈঠকে ৭৪৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।
অর্থমন্ত্রী অ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে গতকাল বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২২তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৭তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন ভার্চুয়ালি ব্রিফিং করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চীনের সিনোফার্ম থেকে ৬ কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছি। হিসাব করে দেখেছি, দেশের ১৩ কোটি ৮২ লাখ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হবে। এ জন্য ২৭ কোটি ৬৫ লাখ টিকা কেনা প্রয়োজন। এর মধ্যে ২ কোটি ৫৫ লাখ আমাদের হাতে আছে। বাকিটা সংগ্রহ করতে হবে। আজ আমরা ৬ কোটি ডোজ কেনার জন্য অনুমোদন দিলাম। বাকি টিকা আমরা পর্যায়ক্রমে আনব।’
চীনের টিকার দাম কত পড়বে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘দাম বলব না। তবে আগের নির্ধারিত যে দাম আছে তার চেয়ে বাড়েনি। সব মিলিয়ে যে ২৭ কোটি ডোজ টিকা লাগবে তার জন্য সরকারের কত টাকা খরচ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ হিসাব আমাদের কাছে নেই। কারণ বাকিগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। দাম এখনো চূড়ান্ত হয়নি। সে জন্য আমরা বলতে পারছি না।’
এর আগে সরকার চীনের কাছ থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তার মধ্যে ৭০ লাখ ডোজ টিকা ইতিমধ্যে দেশে এসেছে। এ ছাড়া কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় দেশে আরও ১৭ লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে। আর চীন থেকে উপহার হিসেবে বাংলাদেশ পেয়েছে আরও ১১ লাখ ডোজ টিকা।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১০টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে ৯টি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়, ১টি প্রস্তাব ফেরত দেওয়া হয়েছে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীনের সিনোফার্মের আরও ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। চীনের টিকাসহ বৈঠকে ৭৪৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।
অর্থমন্ত্রী অ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে গতকাল বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২২তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৭তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন ভার্চুয়ালি ব্রিফিং করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চীনের সিনোফার্ম থেকে ৬ কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছি। হিসাব করে দেখেছি, দেশের ১৩ কোটি ৮২ লাখ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হবে। এ জন্য ২৭ কোটি ৬৫ লাখ টিকা কেনা প্রয়োজন। এর মধ্যে ২ কোটি ৫৫ লাখ আমাদের হাতে আছে। বাকিটা সংগ্রহ করতে হবে। আজ আমরা ৬ কোটি ডোজ কেনার জন্য অনুমোদন দিলাম। বাকি টিকা আমরা পর্যায়ক্রমে আনব।’
চীনের টিকার দাম কত পড়বে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘দাম বলব না। তবে আগের নির্ধারিত যে দাম আছে তার চেয়ে বাড়েনি। সব মিলিয়ে যে ২৭ কোটি ডোজ টিকা লাগবে তার জন্য সরকারের কত টাকা খরচ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ হিসাব আমাদের কাছে নেই। কারণ বাকিগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। দাম এখনো চূড়ান্ত হয়নি। সে জন্য আমরা বলতে পারছি না।’
এর আগে সরকার চীনের কাছ থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তার মধ্যে ৭০ লাখ ডোজ টিকা ইতিমধ্যে দেশে এসেছে। এ ছাড়া কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় দেশে আরও ১৭ লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে। আর চীন থেকে উপহার হিসেবে বাংলাদেশ পেয়েছে আরও ১১ লাখ ডোজ টিকা।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১০টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে ৯টি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়, ১টি প্রস্তাব ফেরত দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
৪ ঘণ্টা আগেএজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৪ ঘণ্টা আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
৪ ঘণ্টা আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
৬ ঘণ্টা আগে