Ajker Patrika

বন্যাদুর্গত এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বন্যাদুর্গত ফেনী, নোয়াখালী ও কুমিল্লার ১০০০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং বিজিবি হাসপাতাল কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। 

আজ সোমবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে বিজিবির হেলিকপ্টার যোগে বন্যাকবলিত ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছান এবং সেখানে বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

এরপর সকাল সোয়া ১১টায় হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে অবতরণ করেন এবং বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

এরপর দুপুর ১টায় বিজিবির সরাইল রিজিয়ন ও কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে বুড়িচং সোনার বাংলা কলেজে বন্যাদুর্গত অসহায় ৫০০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। এ সময় তাঁরা বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা কর্তৃক দিনব্যাপী পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। 

মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে সোমবার বন্যাদুর্গত বুড়িচংয়ে ২০০ জন পুরুষ, ২০০ জন মহিলা এবং ১২০ শিশুসহ মোট ৫২০ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি। 

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিজিবি মহাপরিচালক ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি সদর দপ্তর, সরাইল রিজিয়ন, কুমিল্লা সেক্টর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত