Ajker Patrika

লকডাউনে সরকারি দপ্তরে ভার্চুয়ালি কাজ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুলাই ২০২১, ১৪: ৪৯
লকডাউনে সরকারি দপ্তরে ভার্চুয়ালি কাজ করার নির্দেশ

কঠোর লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি অফিসগুলোর দাপ্তরিক কাজ ভার্চুয়ালি করার নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ রোববার সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের এই নির্দেশনা পাঠিয়েছে।

সেখানে বলা হয়, কোভিড-১৯–এর সংক্রমণ বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও কার্যক্রম চালু রয়েছে। সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে। এই সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া মানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত