Ajker Patrika

দেশে পৌঁছেছে কোভ্যাক্সের আরও ২৫ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২০: ০৯
Thumbnail image

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও প্রায় ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আজ রোববার সকাল ৮টা ২৭ মিনিটে টিকাগুলো বহনকারী বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রোববার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

মাইদুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র সরকারের উপহার হিসেবে কোভ্যাক্স সুবিধার আওতায় নতুন করে ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে পৌঁছেছে। 

এই নিয়ে এখন পর্যন্ত দেশটি থেকে মোট দুই কোটি ১০ লাখ টিকা উপহার পেল বাংলাদেশ। 

আগামী ১০ জানুয়ারি একই টিকার আরও ৪৬ লাখ ডোজ আসার কথা রয়েছে বলেও জানান তিনি। 

করোনা মোকাবিলায় বিশ্বব্যাপী চলতি ২০২২ সালের মধ্যে একশ কোটি (এক বিলিয়ন) ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) দেওয়া তথ্যমতে, কেনা, অনুদান ও বিভিন্ন দেশের উপহার মিলে বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় সোয়া ২০ কোটি টিকা পেয়েছে। এমতাবস্থায় টিকাদানেও আনা হয়েছে গতি। চলতি জানুয়ারি থেকে আগামী ১ মার্চের মধ্যে তিন কোটি মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত