নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও প্রায় ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আজ রোববার সকাল ৮টা ২৭ মিনিটে টিকাগুলো বহনকারী বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রোববার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
মাইদুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র সরকারের উপহার হিসেবে কোভ্যাক্স সুবিধার আওতায় নতুন করে ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে পৌঁছেছে।
এই নিয়ে এখন পর্যন্ত দেশটি থেকে মোট দুই কোটি ১০ লাখ টিকা উপহার পেল বাংলাদেশ।
আগামী ১০ জানুয়ারি একই টিকার আরও ৪৬ লাখ ডোজ আসার কথা রয়েছে বলেও জানান তিনি।
করোনা মোকাবিলায় বিশ্বব্যাপী চলতি ২০২২ সালের মধ্যে একশ কোটি (এক বিলিয়ন) ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) দেওয়া তথ্যমতে, কেনা, অনুদান ও বিভিন্ন দেশের উপহার মিলে বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় সোয়া ২০ কোটি টিকা পেয়েছে। এমতাবস্থায় টিকাদানেও আনা হয়েছে গতি। চলতি জানুয়ারি থেকে আগামী ১ মার্চের মধ্যে তিন কোটি মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও প্রায় ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আজ রোববার সকাল ৮টা ২৭ মিনিটে টিকাগুলো বহনকারী বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রোববার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
মাইদুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র সরকারের উপহার হিসেবে কোভ্যাক্স সুবিধার আওতায় নতুন করে ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে পৌঁছেছে।
এই নিয়ে এখন পর্যন্ত দেশটি থেকে মোট দুই কোটি ১০ লাখ টিকা উপহার পেল বাংলাদেশ।
আগামী ১০ জানুয়ারি একই টিকার আরও ৪৬ লাখ ডোজ আসার কথা রয়েছে বলেও জানান তিনি।
করোনা মোকাবিলায় বিশ্বব্যাপী চলতি ২০২২ সালের মধ্যে একশ কোটি (এক বিলিয়ন) ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) দেওয়া তথ্যমতে, কেনা, অনুদান ও বিভিন্ন দেশের উপহার মিলে বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় সোয়া ২০ কোটি টিকা পেয়েছে। এমতাবস্থায় টিকাদানেও আনা হয়েছে গতি। চলতি জানুয়ারি থেকে আগামী ১ মার্চের মধ্যে তিন কোটি মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
রাজশাহী রেঞ্জ পুলিশের সাবেক ডিআইজি ও বর্তমানে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত মো. আবদুল বাতেন, তাঁর স্ত্রী নুরজাহান আক্তার হীরাসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞার এই আদেশ দেন।
২৩ মিনিট আগেপ্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগেবৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সে জন্য কর্মসূচি নিয়েছিলাম। এতে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে।’
৪ ঘণ্টা আগেমাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে সচিবের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে