নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজন। তাই এ আইন কোনো মতেই বাতিল করা যায় না। আজ রোববার বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন। এই আইনকে কোনো মতেই বাতিল করা যায় না।
আইনের অপব্যবহার প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, সে বিষয়টা দেখা হচ্ছে।
এদিকে আজ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রথম আলোর সম্পাদকের জামিন ও তাঁদের একজন সাংবাদিক জেলে থাকার বিষয়ে আইজিপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা—এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি সাব-জুডিস ম্যাটারে (বিচারাধীন বিষয়) কোনো কারও সঙ্গে আলোচনা করি না। এটা আদালতের ব্যাপার, আদালত যে পদক্ষেপ নিবে সেটাই আমাদের মানতে হবে।’
আইজিপির সঙ্গে কী আলোচনা হয়েছে? এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আইজিপির সঙ্গে প্রতিনিয়ত মামলা-মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। মামলাগুলো যাতে আদালতে দ্রুত নিষ্পত্তি হয়, সেসব জটিলতা থাকে তা নিয়ে আলাপ-আলোচনা হয়।
আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি। ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক গ্রেপ্তারের কোনো নির্দেশনা রয়েছে কিনা—এ বিষয়ে প্রশ্ন করা হলে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওয়েট অ্যান্ড সি।’
আইজিপি বলেন, মামলা সংক্রান্ত বিষয়ে এবং দাপ্তরিক কিছু বিষয় নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন আইনজীবী আবদুল মালেক। মামলায় প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। এর পরদিন সম্পাদক মতিউর রহমানের নামে একই আইনে মামলা করা হয়।
সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজন। তাই এ আইন কোনো মতেই বাতিল করা যায় না। আজ রোববার বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন। এই আইনকে কোনো মতেই বাতিল করা যায় না।
আইনের অপব্যবহার প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, সে বিষয়টা দেখা হচ্ছে।
এদিকে আজ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রথম আলোর সম্পাদকের জামিন ও তাঁদের একজন সাংবাদিক জেলে থাকার বিষয়ে আইজিপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা—এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি সাব-জুডিস ম্যাটারে (বিচারাধীন বিষয়) কোনো কারও সঙ্গে আলোচনা করি না। এটা আদালতের ব্যাপার, আদালত যে পদক্ষেপ নিবে সেটাই আমাদের মানতে হবে।’
আইজিপির সঙ্গে কী আলোচনা হয়েছে? এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আইজিপির সঙ্গে প্রতিনিয়ত মামলা-মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। মামলাগুলো যাতে আদালতে দ্রুত নিষ্পত্তি হয়, সেসব জটিলতা থাকে তা নিয়ে আলাপ-আলোচনা হয়।
আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি। ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক গ্রেপ্তারের কোনো নির্দেশনা রয়েছে কিনা—এ বিষয়ে প্রশ্ন করা হলে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওয়েট অ্যান্ড সি।’
আইজিপি বলেন, মামলা সংক্রান্ত বিষয়ে এবং দাপ্তরিক কিছু বিষয় নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন আইনজীবী আবদুল মালেক। মামলায় প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। এর পরদিন সম্পাদক মতিউর রহমানের নামে একই আইনে মামলা করা হয়।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। ১৪টি ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৪৫ লাখ টাকা জমা আছে বলে আদালত সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগেভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকা। আজ বুধবার সকালে ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগেআনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন অধ্যাপক সি আর আবরার। আজ বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথ নেন উপদেষ্টা পরিষদের এই নতুন সদস্য। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে উপদেষ্টা হিসেবে শপথ নিলেন তিনি।
২ ঘণ্টা আগেজনগুরুত্বপূর্ণ সব নাগরিক সেবা এক ছাতার নিচে আনতে নতুন একটি কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাধীন এই কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবার গুরুত্বপূর্ণ সব কাজ হবে।
৯ ঘণ্টা আগে