Ajker Patrika

আপিল বিভাগের ছাদ থেকে এজলাসে পানি, ১৫ মিনিট বিচারকাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপিল বিভাগের ছাদ থেকে এজলাসে পানি, ১৫ মিনিট বিচারকাজ বন্ধ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে ছাদ চুইয়ে পানি পরার কারণে ১৫ মিনিটের মতো বিচারকাজ বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার সকালের ঘটনায় বিচারপতিরা এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।

এতথ্য নিশ্চিত করে আপিল বিভাগের রেজিস্ট্রার মো.সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গণপূর্তের চিফ ইঞ্জিনিয়ার সুপ্রিম কোর্টে এসেছেন। আমরা বিষয়টি নিয়ে বৈঠক করছি। আজ থেকেই (ছাদ) সংস্কারকাজ শুরু হবে।’

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আপিল বিভাগে বিচারকরা এজলাসে বসে বিচারকাজ শুরু করেন। এর মধ্যে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আসনে ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল। বিষয়টি প্রধান বিচারপতির নজরে এলে তিনি সব বিচারপতি নিয়ে এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। এরপর এজলাসকক্ষে ছুটে আসেন সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা। পরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আসন সেখান থেকে সরানো হলে ১৫ মিনিট আবারও এজলাসে বসেন বিচারপতিরা। 

দ্বিতীয় দফায় বিচারকাজ শুরু হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। 

তিনি বলেন, ছাদটি ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে দেখানো উচিত। জবাবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আজকে থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববাজারে সোনা বিক্রির হিড়িক, ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

গাজার যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে—আশঙ্কা ট্রাম্প প্রশাসনের

এলাকার খবর
Loading...