Ajker Patrika

জনপ্রশাসন সংস্কার কমিশনে নতুন ৩ মুখ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৪: ২৬
জনপ্রশাসন সংস্কার কমিশনে নতুন ৩ মুখ

আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃতে জনপ্রশাসন সংস্কার কমিশনে যুক্ত হল নতুন ৩ মুখ। তাঁরা তিন জনই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।

এর ফলে কমিশনের সদস্য সংখ্যা ১১ জনে উন্নীত হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়।

তাঁরা হলেন- অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান (বিসিএস-স্বাস্থ্য), ফিরোজ আহমেদ (বিসিএস-অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ও খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান (বিসিএস-শুল্ক ও আবগারি)

গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে সাবেক আমলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃতে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়।

কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক সচিব ড. মোহাম্মদ তারেক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, সাবেক অতিরিক্ত সচিব ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়া ও সাবেক যুগ্ম সচিব ড. রিজওয়ান খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ ও একজন ছাত্র প্রতিনিধি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ