Ajker Patrika

মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে ২০২২ সালে বাংলাদেশ দ্বিতীয়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মে ২০২৩, ০০: ৫৭
মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে ২০২২ সালে বাংলাদেশ দ্বিতীয়

বাংলাদেশের আদালতগুলো ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বিভিন্ন মামলায় কমসংখ্যক অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তা সত্ত্বেও মৃত্যুদণ্ড দেওয়া হয় এমন দেশগুলোর মধ্যে গত বছর বাংলাদেশ ছিল দ্বিতীয় স্থানে।

আদালতগুলো ২০২২ সালে ১৬৯ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। আর ২০২১ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ১৮১ ব্যক্তিকে। এসব মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ধর্ষণ ও মাদক সংশ্লিষ্টতাসহ বিভিন্ন ধরনের অপরাধের কারণে। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার প্রকাশিত এক বৈশ্বিক প্রতিবেদনে এ কথা বলেছে। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২২ সালে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিশরে, ৫৩৮ ব্যক্তিকে। এরপরই আছে বাংলাদেশ (১৬৯)। এ ছাড়া ভারতে ১৬৫, পাকিস্তানে ১২৭, ইন্দোনেশিয়ায় ১২১ এবং ইরাকে ১১২ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

একই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে চার ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যা বর্তমানে প্রায় ২ হাজার। 

গত বছর জাতিসংঘের ১৯৩ সদস্য-রাষ্ট্রের মধ্যে বাংলাদেশসহ মাত্র ১৯টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। অন্য দেশগুলো হলো আফগানিস্তান, বেলারুশ, চীন, মিশর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মিয়ানমার, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ইয়েমেন। 

কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের মধ্যে কেবল বাংলাদেশ ও সিঙ্গাপুরেই গত বছর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত