Ajker Patrika

খায়রুজ্জামানকে ফেরাতে আইনি প্রক্রিয়া চালাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
খায়রুজ্জামানকে ফেরাতে আইনি প্রক্রিয়া চালাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাসরত এম খায়রুজ্জামানকে দেশে ফেরাতে সব ধরনের আইনি প্রক্রিয়ায় চেষ্টা করবে বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ কথা বলেছেন।

মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার খায়রুজ্জামানকে মুক্তি দেওয়ার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

এ কে আবদুল মোমেন বলেন, ‘আমাদের দেশের অপরাধী হলে দেশে এনে তাঁদের আইনের সম্মুখীন করতে চাই। অনেকে লুকিয়ে ও পালিয়ে থাকে। কারও ঠিকানা পেলে সেই দেশকে আইনি প্রক্রিয়ায় ফেরত দিতে বলি।’

মালয়েশিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেওয়া হবে কে না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

বিষয়টি জাতিসংঘকে অবহিত করা হবে কে না—জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যত ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে, আমরা তাতে চেষ্টা করব।’ 

উল্লেখ্য, এম খায়রুজ্জামান এক দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এ মেজর ১৯৭৫ সালের জেলহত্যা মামলার আসামি ছিলেন। ১৯৭৫ পরবর্তী তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। ১৯৭৬ সালে তাঁকে মিসরে বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়। সেখানে ১৯৮৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত