অনলাইন ডেস্ক
দুই হাজার ২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা ও ১৫৩ জনকে গুম করার ঘটনায় অভিযোগ জমা দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়।
যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেককে আসামি করা হয়েছে।
বিএনপির মামলা, গুম, খুন তথ্য সমন্বয় কমিটির সদস্য মো. সালাউদ্দিন খান এই অভিযোগপত্র জমা দেন। সঙ্গে ছিলেন ওই কমিটির অপর সদস্য আইনজীবী নুরুল ইসলাম জাহিদ।
পরে তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সালাউদ্দিন খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর যাঁরা জড়িত আছেন এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তাদের আসামি করা হয়েছে। তবে বাকি আসামিদের নাম প্রকাশ করেননি তাঁরা।
দুই হাজার ২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা ও ১৫৩ জনকে গুম করার ঘটনায় অভিযোগ জমা দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়।
যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেককে আসামি করা হয়েছে।
বিএনপির মামলা, গুম, খুন তথ্য সমন্বয় কমিটির সদস্য মো. সালাউদ্দিন খান এই অভিযোগপত্র জমা দেন। সঙ্গে ছিলেন ওই কমিটির অপর সদস্য আইনজীবী নুরুল ইসলাম জাহিদ।
পরে তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সালাউদ্দিন খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর যাঁরা জড়িত আছেন এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তাদের আসামি করা হয়েছে। তবে বাকি আসামিদের নাম প্রকাশ করেননি তাঁরা।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান বলেছেন, রাখাইনে মানবিক করিডর নিয়ে বাংলাদেশের কোনো চুক্তি হয়নি এবং এই শব্দটি বিভ্রান্তিকরভাবে ব্যবহৃত হয়েছে। তিনি জানান, আরাকান আর্মির সঙ্গে মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে এবং সংঘর্ষবিরতির মাধ্যমে যুদ্ধ না থাকার পরিবেশ তৈরি করতে কিছু অগ্রগতি হয়েছে।
১৩ মিনিট আগেসারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত অন্য ৫০৫ জন রয়েছেন।
২৫ মিনিট আগেমিয়ানমারে চলমান গৃহযুদ্ধ ও নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা ক্ষীণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, শুধু দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই দীর্ঘদিনের সংকটের সমাধান সম্ভব নয় এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নিরাপত্তা ও পূর্ণ নাগরিকত্বের নিশ্চয়তা
৩৬ মিনিট আগেদুই দেশের মধ্যে টানা কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু পুনরায় শুরুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। ঢাকায় তাদের দূতাবাস বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। এ ছাড়া ৫০০ নিরাপত্তাকর্মীর ভিসা এরই মধ্যে ইস্যু হয়েছে এবং আরও ১০০০ ভিসা অনুমোদিত হয়ে শিগগির ইস্যু করা হবে
৪১ মিনিট আগে