Ajker Patrika

ঈদযাত্রায় দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিমধারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ২০: ০৫
প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে জীবনের ঝুঁকি নিয়ে ঘরমুখী মানুষের ঈদযাত্রা। জয়দেবপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: জাহিদুল ইসলাম
প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে জীবনের ঝুঁকি নিয়ে ঘরমুখী মানুষের ঈদযাত্রা। জয়দেবপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: জাহিদুল ইসলাম

মোবাইল সিম মবিলিটির হিসেবে গত দুই দিনে প্রায় ৪১ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। আজ রোববার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ সংক্রান্ত তথ্যে জানিয়েছে, ২৮ মার্চ ১৮ লাখ ৯৯ হাজার সিমধারী ঢাকা ছেড়েছে। আর ২৯ মার্চ ঢাকা ছেড়েছে ২১ লাখ ৯৫ হাজার সিমধারী।

প্রসঙ্গত, মোবাইল সিম মবিলিটির সংখ্যা মানুষের ঢাকা ছাড়ার সুনির্দিষ্ট তথ্য নয়। কারণ অনেকেই একাধিক সিম ব্যবহার করে থাকেন। অনেকে আবার মোবাইল ফোনই ব্যবহার করেন না।

গত মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে গতকাল (২০ এপ্রিল) পর্যন্ত তিন দিনে ঢাকার বাইরে গেছে ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২টি সক্রিয় মোবাইল সিম। যা গত বছরের চেয়ে প্রায় ২০ লাখ কম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গত বছর ঈদুল ফিতরে ৭৩ লাখ সিম ঢাকার বাইরে গিয়েছিল।

মোবাইল সিল মবিলিটির হিসেব অনুযায়ী, ২০২৪ সালে ঈদের শেষ ৪ দিনে ঢাকা ছেড়েছিলেন ৫৭ লাখের মতো সিম ব্যবহারকারী। আর ২০২৩ সালে শেষ ৪ দিনে মোট ৮৫ লাখ ৫২ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত