Ajker Patrika

আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের এ সপ্তাহেই ফিরিয়ে আনা হবে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৮: ২৯
আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের এ সপ্তাহেই ফিরিয়ে আনা হবে

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের এ সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। বর্তমানে দেশটিতে ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছে। 

আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যে কয়জন বাংলাদেশি আফগানিস্তানে আটকে পরেছেন, আমরা খুবই আশাবাদী শিগগিরই তারা বাংলাদেশে ফেরত আসতে পারবেন। আমরা ত্রিপক্ষীয় মাধ্যমে কিছু মানুষের সহায়তায় বেশ অনেক দুর এগিয়েছি। আশা করছি এ সপ্তাহের মধ্যে ফিরে আসতে পারবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু তাসখন্দ নয়, বিভিন্ন স্থান দিয়ে তাদের ফেরত আনা হবে।

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসার পর বিভিন্ন দেশের এবং আফগানিস্তানের নাগরিকেরা দেশ ছাড়ছেন। কিন্তু পর্যাপ্ত ফ্লাইট না থাকায় অনেকেই আটকা পড়েছেন। সব মিলিয়ে আফগানিস্তানের প্রায় ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, কোন সুনির্দিষ্ট সংখ্যা এখনই দেওয়া সম্ভব নয়। তাসখন্দে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে ২৭ জনের সংখ্যা ঢাকাকে জানিয়েছে। কাবুল বিমানবন্দরের বাইরে ছয়জন সেখানে প্রবেশের অপেক্ষায় রয়েছেন। ফ্লাইট বাতিল হওয়ার কারণে আফগানিস্তানের কর্মরত সাত বাংলাদেশি টেলিকম প্রকৌশলী এখন কাবুলে রয়েছেন। কাবুলে মোট ১৮ জনের মত রয়েছেন। এর বাইরে বাকিরা কাবুলের বাইরে বিভিন্ন শহরে অবস্থান করছেন।  

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজবেকিস্তানসহ আশপাশের দেশগুলোর কাছে বাংলাদেশিদের ফেরত আনতে ট্রানজিট চাওয়া হয়েছে। অনেক দেশেই ট্রানজিট দিতে রাজি রয়েছে। ফলে যাকে যেখান থেকে সুবিধা সেখান থেকে ফেরত আনার প্রক্রিয়া করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত