Ajker Patrika

বিচারপতিদের সমান সুবিধা চায় ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারপতিদের সমান সুবিধা চায় ইসি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মতো পেনশন, ভ্রমণভাতা, চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা চান নির্বাচন কমিশনাররা (ইসি)। 

এসব সুযোগ-সুবিধার বিধান রেখে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন’ এর চূড়ান্ত খসড়া সোমবার কমিশন সভায় উপস্থাপন করা হচ্ছে। অনুমোদন পেলে আইন আকারে পাশের জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সোমবার কমিশন বৈঠকের বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। 

জানা যায়, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের কারণে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের সুযোগ-সুবিধা সংক্রান্ত অধ্যাদেশ ‘দি চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড ইলেকশন কমিশনার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অর্ডিন্যান্স, ১৯৮৩ এর কার্যকারিতা হারিয়েছে। যে কারণে নতুন করে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন’ এর খসড়া তৈরি করেছে বর্তমান কমিশন। বিগত কেএম নূরুল হুদা কমিশন এটি নিয়ে প্রথম উদ্যোগ নিলেও আইনে পরিণত করে যেতে পারেনি। 

সূত্র জানায়, বর্তমানে সিইসি আপিল বিভাগের বিচারপতি এবং নির্বাচন কমিশনাররা হাইকোর্টের বিচারপতির সমান বেতন ও মর্যাদা পান। তবে বিচারপতিরা অবসরে গেলে পেনশন পান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনের কারণে তারা কোনো পেনশন পান না। নতুন আইন পাশ হলে আরও কিছু জায়গায় সমান সুবিধা ও প্রাধিকার পাবেন নির্বাচন কমিশনাররা। 

ইসি সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন ২০২৩ সহ সোমবারের কমিশন সভায় মোট ৬টি এজেন্ডা রয়েছে। 

অন্যান্য এজেন্ডার মধ্যে রয়েছে- নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ এর সংশোধন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন ২০১০ এর সংশোধন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের উদ্দেশ্যে প্যানেল প্রস্তুতের নির্দেশিকা, নির্বাচনকালীন অতিরিক্ত সময় দায়িত্ব পালনের জন্য আপ্যায়ন বাবদ অর্থ প্রদান সংক্রান্ত গাইড লাইন এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর ২০২৩-২০২৪ সালের প্রশিক্ষণ বর্ষপঞ্জির খসড়া চূড়ান্তকরণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত