Ajker Patrika

শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক শ্যামল দত্ত। ছবি: সংগৃহীত
সাংবাদিক শ্যামল দত্ত। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর ভাষানটেক থানার হত্যা মামলায় কারাগারে থাকা ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয় রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (৬ মে) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।

গত ১১ সেপ্টেম্বর ভাষানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনকে আসামি করে মামলাটি করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত