জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে যে মর্মান্তিক সহিংসতা চলছে, তা অবশ্যই বন্ধ করতে হবে। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, জন অসন্তোষ দমনের অব্যাহত প্রচেষ্টায় অতিরিক্ত বল প্রয়োগ, ইচ্ছাকৃত ভুল তথ্যের বিস্তার ও সহিংসতার উসকানি অবিলম্বে বন্ধ করতে হবে।
ভলকার তুর্ক তাঁর বিবৃতিতে বলেছেন, ‘বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। সপ্তাহান্তে (গতকাল রোববার নাগাদ) আরও বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সিরাজগঞ্জে একটি থানায় হামলায় অন্তত ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আগামীকাল (আজ রোববার) ঢাকায় একটি গণমিছিলের পরিকল্পনা করা হয়েছে এবং ক্ষমতাসীন দলের যুব শাখা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ডাক দিয়েছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন যে, আরও প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে। আমি রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীকে তাদের (আন্দোলনকারীদের) জীবনের অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় তাদের দায়িত্ব পালন করার জন্য জরুরিভাবে আবেদন জানাচ্ছি।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার আরও বলেছেন, ‘মানবাধিকার লঙ্ঘনের জন্য উচ্চ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই স্পষ্ট করে দিতে হবে যে, এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো দায়মুক্তি থাকবে না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকারকে অবশ্যই প্রতিবাদ-আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণকারীদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে। অবিলম্বে নির্বিচারে আটককৃতদের মুক্তি দিতে হবে, সম্পূর্ণ ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দিতে হবে এবং অর্থপূর্ণ সংলাপের জন্য পরিবেশ তৈরি করতে হবে।’
এ সময় ভলকার তুর্ক জনগণের জন অসন্তোষ দমনের অব্যাহত প্রচেষ্টায় অতিরিক্ত বল প্রয়োগ, ইচ্ছাকৃত ভুল তথ্যের বিস্তার ও সহিংসতার উসকানি অবিলম্বে বন্ধ করতে হবে বলেও আহ্বান জানান।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে যে মর্মান্তিক সহিংসতা চলছে, তা অবশ্যই বন্ধ করতে হবে। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, জন অসন্তোষ দমনের অব্যাহত প্রচেষ্টায় অতিরিক্ত বল প্রয়োগ, ইচ্ছাকৃত ভুল তথ্যের বিস্তার ও সহিংসতার উসকানি অবিলম্বে বন্ধ করতে হবে।
ভলকার তুর্ক তাঁর বিবৃতিতে বলেছেন, ‘বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। সপ্তাহান্তে (গতকাল রোববার নাগাদ) আরও বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সিরাজগঞ্জে একটি থানায় হামলায় অন্তত ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আগামীকাল (আজ রোববার) ঢাকায় একটি গণমিছিলের পরিকল্পনা করা হয়েছে এবং ক্ষমতাসীন দলের যুব শাখা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ডাক দিয়েছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন যে, আরও প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে। আমি রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীকে তাদের (আন্দোলনকারীদের) জীবনের অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় তাদের দায়িত্ব পালন করার জন্য জরুরিভাবে আবেদন জানাচ্ছি।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার আরও বলেছেন, ‘মানবাধিকার লঙ্ঘনের জন্য উচ্চ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই স্পষ্ট করে দিতে হবে যে, এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো দায়মুক্তি থাকবে না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকারকে অবশ্যই প্রতিবাদ-আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণকারীদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে। অবিলম্বে নির্বিচারে আটককৃতদের মুক্তি দিতে হবে, সম্পূর্ণ ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দিতে হবে এবং অর্থপূর্ণ সংলাপের জন্য পরিবেশ তৈরি করতে হবে।’
এ সময় ভলকার তুর্ক জনগণের জন অসন্তোষ দমনের অব্যাহত প্রচেষ্টায় অতিরিক্ত বল প্রয়োগ, ইচ্ছাকৃত ভুল তথ্যের বিস্তার ও সহিংসতার উসকানি অবিলম্বে বন্ধ করতে হবে বলেও আহ্বান জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এই মন্ত্রণালয়কে আরও সুরক্ষিত করতে প্রবেশ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। বিশেষ করে দর্শনার্থীদের যথেচ্ছ চলাফেরা নিয়ন্ত্রণ করা এর উদ্দেশ্য।
৪০ মিনিট আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ শেষ না করেই প্রায় ৭ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তার মদদে এই দুর্নীতি হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এটিসহ অন্য কিছু বিষয় তদন্তে কম
১ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশে নির্যাতনের শিকার হয়েছে ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের শিকার ৩৫৪ জন, যার সিংহভাগই শিশু ও কিশোরী। কেবল জুন মাসেই ধর্ষণের শিকার ৬৫ জন, যার মধ্যে ৪৩ জনই শিশু। এমনকি ধর্ষণের পর প্রাণ হারিয়েছে তিনজন, যাদের দুজনই শিশু।
৪ ঘণ্টা আগেসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ভ্যাট-ট্যাক্স নিয়ে স্টারলিংককে কিছু জটিলতায় পড়তে হয়েছে। এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা বিমানবন্দরসহ বিভিন্ন কর্তৃপক্ষ ভ্যাট-ট্যাক্সের বিষয়গুলো নিয়ে কাজ করে। সবার সঙ্গে একত্রে কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগে।
৬ ঘণ্টা আগে