Ajker Patrika

শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাজ্যের রণতরী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিকে সামনে রেখে বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর রণতরি এইচএমএস কেন্ট। যুক্তরাজ্য ও বাংলাদেশের অটুট বন্ধন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক শান্তির প্রতি যুক্তরাজ্যের অটল প্রতিশ্রুতিকে সামনে রেখে সফরে এসেছে এই রণতরী। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, আজ বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের টাইপ ২৩ ফ্রিগেট রণতরি এইচএমএস কেন্ট চট্টগ্রাম নৌ ঘাঁটিতে এসে নোঙর করে। এ সময় বাংলাদেশের নৌবাহিনী ও ঢাকার ব্রিটিশ হাইকমিশন রণতরীকে স্বাগত জানায়। এই সফরে উদ্যাপিত হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

সফরকালীন সময় আশা করা হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার উদ্দেশে এইচএমএস কেন্ট বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে দুই দেশের সামরিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এইচএমএস কেন্টের কমান্ডিং অফিসার কমান্ডার ম্যাট সাইক্স বলেন, ‘এইচএমএস কেন্টের সফরকে ঘিরে বাংলাদেশ সরকার ও নৌবাহিনীর অবিরত সহযোগিতার প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। কেরিয়ার স্ট্রাইক গ্রুপে বাংলাদেশের অংশগ্রহণ ইউকে-বাংলাদেশের সুদীর্ঘ ও সুগভীর সম্পর্কের এক বিশেষ নজির স্থাপন করেছে।’

ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে যুক্তরাজ্যের কেরিয়ার স্ট্রাইক গ্রুপের বিশেষ রণতরি এইচএমএস কেন্ট বাংলাদেশের ইতিহাসের এক শুভক্ষণে এই সফরে এসেছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একটি দারুণ সুযোগ করে দিয়েছে স্বাধীনতার পাঁচ দশক পর এই দেশের অসাধারণ সব অর্জনগুলোকে তুলে ধরার।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত