Ajker Patrika

২৪ ঘণ্টায় ২১৩ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৮: ৩৫
২৪ ঘণ্টায় ২১৩ ডেঙ্গু রোগী শনাক্ত

দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই কমছে না। প্রতিদিনই নতুন করে দুই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ১১ দিনেই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন আড়াই হাজারের ওপরে। এতে দেখা গেছে, গড়ে প্রতিদিন ২৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে। 

এদিকে ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা পর্যায়ক্রমে বাড়ছে। আগে ঢাকার বাইরে দিনে দুই–চারজন রোগী শনাক্ত হলেও এখন ২৫ থেকে ২৬ জন করে শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলা বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর একটি হোটেলে বক্তব্য রাখবেন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১৩ জন। এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১৮৮ জন। ঢাকার বাইরে ২৫ জন। আগের দিনের ২৪ ঘটনায় রোগী ভর্তি হয়েছিল ২২৬ জন। এদের মধ্যে ঢাকায় ২১১ জন। ঢাকার বাইরে ১৫ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে ১১ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫৩৪ জন। গত গত মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত মোট রোগী ভর্তি হয় ২১৩ জন। গত এক সপ্তাহ ধরেই দৈনিক দুই শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। এ নিয়ে চলতি মাসের ১১ দিনে রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৫৩৪ জন। আর জুলাই মাসে শনাক্ত হয়েছিল ২ হাজার ২৮৬ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৫ হাজার ২৬৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ২৬৩ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৯০৭ জন। আর রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৮৪১ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৬৬ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত