নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশকে উপহার দেওয়া সিনোফার্মার আরও ৬ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। এ নিয়ে চীন সরকারের পক্ষ থেকে দুই দফায় ১১ লাখ টিকা পেল বাংলাদেশ।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর সি–১৩০জে দুটি পরিবহন বিমান টিকাগুলো নিয়ে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে পৌঁছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার রাতে টিকাগুলো আনতে ২৬ জন ক্রু এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধিসহ বিমান দুটি বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
গত ১২মে প্রথম দফায় বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন সরকার। যা গত ২৫মে প্রয়োগ শুরু হয়। এসব টিকা ৩০ হাজার চীনা নাগরিক ছাড়াও মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত টেকনোলজিস্টদের দেওয়া হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীসহ দুই হাজারের বেশি মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে। যারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
নতুন করে হাতে পাওয়া এ টিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর তথ্যমতে, বর্তমানে সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ১১ লাখ ৬৬ হাজার ৮৬৭ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। যদি শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরই টিকাকরণের উদ্যোগ নেওয়া হয় তাহলে প্রায় সাড়ে ২৩ লাখ ডোজ টিকার দরকার। যে সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা আসন্ন তাঁরা অগ্রাধিকার পাবেন।
ঢাকা: বাংলাদেশকে উপহার দেওয়া সিনোফার্মার আরও ৬ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। এ নিয়ে চীন সরকারের পক্ষ থেকে দুই দফায় ১১ লাখ টিকা পেল বাংলাদেশ।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর সি–১৩০জে দুটি পরিবহন বিমান টিকাগুলো নিয়ে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে পৌঁছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার রাতে টিকাগুলো আনতে ২৬ জন ক্রু এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধিসহ বিমান দুটি বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
গত ১২মে প্রথম দফায় বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন সরকার। যা গত ২৫মে প্রয়োগ শুরু হয়। এসব টিকা ৩০ হাজার চীনা নাগরিক ছাড়াও মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত টেকনোলজিস্টদের দেওয়া হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীসহ দুই হাজারের বেশি মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে। যারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
নতুন করে হাতে পাওয়া এ টিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর তথ্যমতে, বর্তমানে সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ১১ লাখ ৬৬ হাজার ৮৬৭ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। যদি শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরই টিকাকরণের উদ্যোগ নেওয়া হয় তাহলে প্রায় সাড়ে ২৩ লাখ ডোজ টিকার দরকার। যে সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা আসন্ন তাঁরা অগ্রাধিকার পাবেন।
শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক বা অবরুদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে তাঁদের এনআইডি যাচাই করে সেবা নেওয়ার পথ রুদ্ধ হলো। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১২ মিনিট আগেরাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে পাঁচটি কমিশনের একটি শ্রমবিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন...
১ ঘণ্টা আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগেহাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনার জন্য সচিব, রেলপথ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্য সদস্যদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি থাকবে এবং প্রতিটি হাসপাতালের জন্য পৃথক স্থানীয় যৌথ ব্যবস্থাপনা কমিটি থাকবে। এই ব্যবস্থাপনা কমিটির গঠন ও কার্যপরিধি সরকার..
৩ ঘণ্টা আগে