নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশকে উপহার দেওয়া সিনোফার্মার আরও ৬ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। এ নিয়ে চীন সরকারের পক্ষ থেকে দুই দফায় ১১ লাখ টিকা পেল বাংলাদেশ।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর সি–১৩০জে দুটি পরিবহন বিমান টিকাগুলো নিয়ে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে পৌঁছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার রাতে টিকাগুলো আনতে ২৬ জন ক্রু এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধিসহ বিমান দুটি বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
গত ১২মে প্রথম দফায় বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন সরকার। যা গত ২৫মে প্রয়োগ শুরু হয়। এসব টিকা ৩০ হাজার চীনা নাগরিক ছাড়াও মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত টেকনোলজিস্টদের দেওয়া হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীসহ দুই হাজারের বেশি মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে। যারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
নতুন করে হাতে পাওয়া এ টিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর তথ্যমতে, বর্তমানে সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ১১ লাখ ৬৬ হাজার ৮৬৭ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। যদি শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরই টিকাকরণের উদ্যোগ নেওয়া হয় তাহলে প্রায় সাড়ে ২৩ লাখ ডোজ টিকার দরকার। যে সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা আসন্ন তাঁরা অগ্রাধিকার পাবেন।
ঢাকা: বাংলাদেশকে উপহার দেওয়া সিনোফার্মার আরও ৬ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। এ নিয়ে চীন সরকারের পক্ষ থেকে দুই দফায় ১১ লাখ টিকা পেল বাংলাদেশ।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর সি–১৩০জে দুটি পরিবহন বিমান টিকাগুলো নিয়ে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে পৌঁছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার রাতে টিকাগুলো আনতে ২৬ জন ক্রু এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধিসহ বিমান দুটি বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
গত ১২মে প্রথম দফায় বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন সরকার। যা গত ২৫মে প্রয়োগ শুরু হয়। এসব টিকা ৩০ হাজার চীনা নাগরিক ছাড়াও মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত টেকনোলজিস্টদের দেওয়া হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীসহ দুই হাজারের বেশি মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে। যারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
নতুন করে হাতে পাওয়া এ টিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর তথ্যমতে, বর্তমানে সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ১১ লাখ ৬৬ হাজার ৮৬৭ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। যদি শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরই টিকাকরণের উদ্যোগ নেওয়া হয় তাহলে প্রায় সাড়ে ২৩ লাখ ডোজ টিকার দরকার। যে সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা আসন্ন তাঁরা অগ্রাধিকার পাবেন।
জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান দুটি কাজের একটি হলো, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের একটি রূপরেখা দেওয়া; যেটি জাতীয় সনদ আকারে ঘোষণা করা হবে। এই লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন চলতি মাসেই ‘জুলাই সনদ’ নামে এই জাতীয় সনদ দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে।
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোশাক নির্ধারণ করে যে নির্দেশনা জারি করেছে, তা ক্ষমতার অপব্যবহারের খারাপ নজির হিসেবে অভিহিত করেছেন দেশের ৫৪ জন বিশিষ্ট নাগরিক। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত...
১৫ ঘণ্টা আগেচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, এলসা (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট) একটি মোবাইল অ্যাপ, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীদের উচ্চারণ ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করে। ২০১৫ সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই অ্যাপ...
১৬ ঘণ্টা আগেআইএসপিআর জানিয়েছে, এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ মহড়ার মূল উদ্দেশ্য আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রস্তুতি জোরদার করা।
১৬ ঘণ্টা আগে