Ajker Patrika

বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন প্রায় ৫৮ হাজার জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২০: ২৭
বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন প্রায় ৫৮ হাজার জন

বাংলাদেশ থেকে এবার পবিত্র হজব্রত পালন করতে সৌদি আরব যেতে পারবেন প্রায় ৫৮ হাজার জন। সৌদি আরব সরকারের পক্ষ হতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। বুধবার জামালপুরের ইসলামপুর উপজেলার ৭ নম্বর পাথর্শী ইউনিয়ন শাখা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, এই বছর পবিত্র হজব্রত পালনে বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন সৌদি আরবে যেতে পারবেন। সৌদি সরকার এবার ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেওয়া হবে বলে জানায় গত শনিবার। 

এবারের হজে, ৬৫ বছরের বেশি বয়স্করা সুযোগ পাবেন না। করোনা মহামারি কারণে ২০২০ ও ২০২১ সালে কোনো হজযাত্রী সৌদি আরব যেতে পারেনি। ফলে সেই দুই বছর কেবল সৌদি আরবের ৬০ হাজার মানুষের অংশগ্রহণে সীমিত পরিসরে পালিত হয়। সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমান হজ পালনের সুযোগ পান। 

এবার বিদেশিরা কেবল কোভিড নেগেটিভ সনদ নিয়েই হজে যেতে পারবেন বলে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। তবে প্রত্যেক হজযাত্রীকে অবশ্যই দুই ডোজ করোনার টিকা নেওয়া থাকতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত