Ajker Patrika

মঙ্গলবার সকালে পটুয়াখালী ও বরগুনায় আঘাত হানবে সিত্রাং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মঙ্গলবার সকালে পটুয়াখালী ও বরগুনায় আঘাত হানবে সিত্রাং

ঘূর্ণিঝড় সিত্রাং মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টার দিকে পটুয়াখালী ও বরগুনায় আঘাত হানবে। এরই মধ্যে ঘূর্ণিঝড়টি সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ সোমবার দুপুরে আন্তমন্ত্রণালয়ে বৈঠক শেষে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। যা বরগুনার পাথরঘাটা এবং পটুয়াখালী সদর ও কলাপাড়ায় আঘাত হানবে।

ঘূর্ণিঝড়ে মানুষ ও গবাদিপশুর যাতে ক্ষতি না হয় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মৎস্য ও ফসলের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা এরই মধ্যে দেওয়া হয়েছে। যে সমস্ত মাছের ঘেরগুলো ও ফসলের জমিতে যাতে লোনা পানি না ঢুকে সে জন্য বাঁধগুলোকে উঁচু করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি মোকাবিলায় ৭৬ হাজার স্বেচ্ছাসেবক জনবল নিয়োগ করা হয়েছে বলেও জানান।

ঘূর্ণিঝড়টি দেশের ১৫টি জেলায় আঘাত হানবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ভোলা, বরিশাল, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আঘাত হানবে এই ঘূর্ণিঝড়টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত