Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীদের মাঠে থাকতে হবে, তাঁদের শক্তি ও সামর্থ্য আছে: ইসি আনিছুর 

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২০: ২৮
স্বতন্ত্র প্রার্থীদের মাঠে থাকতে হবে, তাঁদের শক্তি ও সামর্থ্য আছে: ইসি আনিছুর 

স্বতন্ত্র প্রার্থীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।   

নির্বাচন কমিশনার বলেন, ‘যাঁরা স্বতন্ত্র প্রার্থী আছেন তাঁরা শক্তি ও সামর্থ্য আছে বলেই নির্বাচনে নেমেছেন। আমি আজকে তাঁদের বলেছি তাঁরা মাঠে থাকবেন। তাঁদের অভিযোগের কথা শুনেছি এবং বলেছি শেষ সময় পর্যন্ত মাঠে থাকার জন্য।’ 

আনিছুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থীদের মাঠে থাকতে হবে। আপনার কর্মী-সমর্থকদের মাঠে ফেলে রেখে গেলে দায়িত্বহীনতার কাজ হবে। 

নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, প্রার্থীরা বলেন আমার এজেন্ট বের করে দিয়েছে। মূলত তিনি এজেন্টই দেননি। যে কারণে আজকে প্রার্থীদের বলেছি ভোটের দিন একটি নির্ধারিত ফরম দেবে। ভোট শুরু হওয়ার আধা ঘণ্টা আগে যেন তাঁদের এজেন্টের নাম দেয় এবং তাঁরা যেন উপস্থিত থাকে। ভোট শেষ হওয়ার পরে গণনা পর্যন্ত এজেন্ট থাকতে হবে এবং ফলাফলে স্বাক্ষর দেবে। তাঁর প্রার্থীর ফলাফল যাই হোক না কেন উপস্থিত থাকতে হবে। 

প্রার্থীদের অভিযোগ সম্পর্কে আনিছুর রহমান বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসছে। আমরা অভিযোগগুলো তদন্ত করে দেখছি এবং সত্যতা পেলে সেগুলো মামলা হচ্ছে। এ ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা নেবে না। কারণ পুলিশ তো সরকারপক্ষের লোক। যিনি অভিযোগকারী তাঁকেই প্রথমে থানায় অভিযোগ করতে হবে। 

আনিছুর রহমান বলেন, এ বছর নির্বাচনের আগের দিন ব্যালট পেপার কেন্দ্রে যাবে না। ভোটের দিন সকালে যাবে। এ ক্ষেত্রে আমরা নির্বাচনী কাজে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেব। প্রয়োজনে সেনাবাহিনীর কাছেও সহযোগিতা চাইব। এ ছাড়া যৌক্তিক কারণ দেখিয়ে চরাঞ্চলসহ দুর্গম এলাকায় আগের দিন দেওয়া হবে। কিন্তু সেটিকেও সুরক্ষা নিশ্চিত করা হবে। 

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত