Ajker Patrika

এবার নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৪২
এবার নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ: ইসি সচিব

বাজেট স্বল্পতার কারণে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না-ও আসতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মেইলে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি চিঠি পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন ই-মেইলটি পাঠিয়েছেন। সেই মেইলে তিনি উল্লেখ করেছেন, জুলাই মাসের ৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সভা করেছেন। সেটি ফলপ্রসূ হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ওই মেইলে তিনি আরও জানিয়েছেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য পূর্ণাঙ্গ মিশন পাঠানোর যে কথা ছিল, বাজেট স্বল্পতার কারণে তা আপাতত না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

ধন্যবাদ জানিয়ে তাঁরা আরও বলেছেন, সিইসির সঙ্গে তাঁদের যোগাযোগ অব্যাহত থাকবে।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কথা আছে কি না, জানতে চাইলে ইসিসচিব জাহাংগীর আলম বলেন, এই চিঠির ভাষায় এ-জাতীয় কিছুর উল্লেখ নেই। তাঁরা শুধু অবহিত করেছেন যে তাঁরা পূর্ণাঙ্গ টিম পাঠাবেন না। কাজেই ছোট দল পাঠাবেন, নাকি এ দেশে যাঁরা আছেন, তাঁরাই করবেন সেটি বলেননি। তাঁরা যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত