Ajker Patrika

সপ্তম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে অস্ট্রেলিয়ায় গেলেন বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৩২
সপ্তম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে অস্ট্রেলিয়ায় গেলেন বিমানমন্ত্রী

সপ্তম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে অস্ট্রেলিয়ায় গেলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। আজ বুধবার দুপুরে মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি ১১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

৯-১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে মন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে তিনি ছাড়াও অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী রয়েছেন। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মন্ত্রী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

২০১৬ সাল থেকে ভারত মহাসাগর উপকূলবর্তী দেশগুলোকে নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রীরা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানেরা, গবেষকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। এতে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। যা অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করছে। এ পর্যন্ত ছয়টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স ২০২৩ সালের ১২-১৩ মে তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

‘আমি আওয়ামী লীগ করি, এটাই অপরাধ’

সময়ক্ষেপণ করবেন না, আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন— প্রধান উপদেষ্টাকে জামায়াত

গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ