Ajker Patrika

রাজনৈতিক দীনতায় ব্যথিত ছিলেন বঙ্গবন্ধু

জাহীদ রেজা নূর, ঢাকা
রাজনৈতিক দীনতায় ব্যথিত ছিলেন বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু আত্ম বিক্রি হয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আমাদের রাজনীতিতে আত্ম বিক্রির ইতিহাস বহুদিনের পুরোনো। জনপ্রতিনিধিরা নিজেদের সম্মান ভূলুণ্ঠিত হয়ে নিজেদের বিক্রির জন্য প্রস্তুত হচ্ছেন দেখে হতবাক হতেন শেখ মুজিব।

দেশভাগ হওয়ার আগের একটি ঘটনার সঙ্গে পরিচিত হওয়া যাক। বাংলায় মুসলিম লীগ সরকারের পতনের সময়কার ঘটনা। তখন ভোট হবে। এমএলএরা ভোট দেবেন। তখন ভোট কেনা শুরু হলো। এমএলএদের কেউ কেউ অন্য দলের কাছ থেকে গোপনে টাকাপয়সা নেওয়া শুরু করলেন। সে বিষয়েই বঙ্গবন্ধু লিখলেন, ‘এর পূর্বে আমার ধারণা ছিল না যে এমএলএরা এইভাবে টাকা নিতে পারে। এরাই দেশের ও জনগণের প্রতিনিধি। আমার মনে আছে আমাদের উপর ভার পড়ল কয়েকজন এমএলএকে পাহারা দেবার, যাতে তারা দল ত্যাগ করে অন্য দলে না যেতে পারে। আমি তাদের নাম বলতে চাই না কারণ অনেকেই মৃত্যুবরণ করেছেন। একজন এমএলএকে মুসলিম লীগ অফিসে আটকানো হলো। তিনি বারবার চেষ্টা করেন বাইরে যেতে কিন্তু আমাদের জন্য পারছেন না।

কিছু সময় পরে বললেন আমাকে বাইরে যেতে দিন কোন ভয় নাই বিরোধীদল টাকা দিতেছে। যদি কিছু টাকা নিয়ে আসতে পারি আপনাদের ক্ষতি কি? ভোট আমি মুসলিম লীগের পক্ষেই দিব।’

আশ্চর্য হয়ে চেয়ে রইলাম তাঁর দিকে। বৃদ্ধ লোক, সুন্দর চেহারা, লেখাপড়া কিছু জানেন। কেমন করে এই কথা বলতে পারলেন আমাদের কাছে, টাকা নেবেন একদল থেকে অন্য দলের সভ্য হয়ে, আবার টাকা এনে ভোটও দেবেন না। কতটা অধঃপতন হতে পারে আমাদের সমাজের। সেই অধঃপতন এখনো অব্যাহত আছে। বঙ্গবন্ধু থাকলে এ নিয়ে কী বলতেন, তা ভাবতে খুব একটা কষ্ট হয় না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত