জাহীদ রেজা নূর, ঢাকা
বঙ্গবন্ধু আত্ম বিক্রি হয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আমাদের রাজনীতিতে আত্ম বিক্রির ইতিহাস বহুদিনের পুরোনো। জনপ্রতিনিধিরা নিজেদের সম্মান ভূলুণ্ঠিত হয়ে নিজেদের বিক্রির জন্য প্রস্তুত হচ্ছেন দেখে হতবাক হতেন শেখ মুজিব।
দেশভাগ হওয়ার আগের একটি ঘটনার সঙ্গে পরিচিত হওয়া যাক। বাংলায় মুসলিম লীগ সরকারের পতনের সময়কার ঘটনা। তখন ভোট হবে। এমএলএরা ভোট দেবেন। তখন ভোট কেনা শুরু হলো। এমএলএদের কেউ কেউ অন্য দলের কাছ থেকে গোপনে টাকাপয়সা নেওয়া শুরু করলেন। সে বিষয়েই বঙ্গবন্ধু লিখলেন, ‘এর পূর্বে আমার ধারণা ছিল না যে এমএলএরা এইভাবে টাকা নিতে পারে। এরাই দেশের ও জনগণের প্রতিনিধি। আমার মনে আছে আমাদের উপর ভার পড়ল কয়েকজন এমএলএকে পাহারা দেবার, যাতে তারা দল ত্যাগ করে অন্য দলে না যেতে পারে। আমি তাদের নাম বলতে চাই না কারণ অনেকেই মৃত্যুবরণ করেছেন। একজন এমএলএকে মুসলিম লীগ অফিসে আটকানো হলো। তিনি বারবার চেষ্টা করেন বাইরে যেতে কিন্তু আমাদের জন্য পারছেন না।
কিছু সময় পরে বললেন আমাকে বাইরে যেতে দিন কোন ভয় নাই বিরোধীদল টাকা দিতেছে। যদি কিছু টাকা নিয়ে আসতে পারি আপনাদের ক্ষতি কি? ভোট আমি মুসলিম লীগের পক্ষেই দিব।’
আশ্চর্য হয়ে চেয়ে রইলাম তাঁর দিকে। বৃদ্ধ লোক, সুন্দর চেহারা, লেখাপড়া কিছু জানেন। কেমন করে এই কথা বলতে পারলেন আমাদের কাছে, টাকা নেবেন একদল থেকে অন্য দলের সভ্য হয়ে, আবার টাকা এনে ভোটও দেবেন না। কতটা অধঃপতন হতে পারে আমাদের সমাজের। সেই অধঃপতন এখনো অব্যাহত আছে। বঙ্গবন্ধু থাকলে এ নিয়ে কী বলতেন, তা ভাবতে খুব একটা কষ্ট হয় না।
বঙ্গবন্ধু আত্ম বিক্রি হয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আমাদের রাজনীতিতে আত্ম বিক্রির ইতিহাস বহুদিনের পুরোনো। জনপ্রতিনিধিরা নিজেদের সম্মান ভূলুণ্ঠিত হয়ে নিজেদের বিক্রির জন্য প্রস্তুত হচ্ছেন দেখে হতবাক হতেন শেখ মুজিব।
দেশভাগ হওয়ার আগের একটি ঘটনার সঙ্গে পরিচিত হওয়া যাক। বাংলায় মুসলিম লীগ সরকারের পতনের সময়কার ঘটনা। তখন ভোট হবে। এমএলএরা ভোট দেবেন। তখন ভোট কেনা শুরু হলো। এমএলএদের কেউ কেউ অন্য দলের কাছ থেকে গোপনে টাকাপয়সা নেওয়া শুরু করলেন। সে বিষয়েই বঙ্গবন্ধু লিখলেন, ‘এর পূর্বে আমার ধারণা ছিল না যে এমএলএরা এইভাবে টাকা নিতে পারে। এরাই দেশের ও জনগণের প্রতিনিধি। আমার মনে আছে আমাদের উপর ভার পড়ল কয়েকজন এমএলএকে পাহারা দেবার, যাতে তারা দল ত্যাগ করে অন্য দলে না যেতে পারে। আমি তাদের নাম বলতে চাই না কারণ অনেকেই মৃত্যুবরণ করেছেন। একজন এমএলএকে মুসলিম লীগ অফিসে আটকানো হলো। তিনি বারবার চেষ্টা করেন বাইরে যেতে কিন্তু আমাদের জন্য পারছেন না।
কিছু সময় পরে বললেন আমাকে বাইরে যেতে দিন কোন ভয় নাই বিরোধীদল টাকা দিতেছে। যদি কিছু টাকা নিয়ে আসতে পারি আপনাদের ক্ষতি কি? ভোট আমি মুসলিম লীগের পক্ষেই দিব।’
আশ্চর্য হয়ে চেয়ে রইলাম তাঁর দিকে। বৃদ্ধ লোক, সুন্দর চেহারা, লেখাপড়া কিছু জানেন। কেমন করে এই কথা বলতে পারলেন আমাদের কাছে, টাকা নেবেন একদল থেকে অন্য দলের সভ্য হয়ে, আবার টাকা এনে ভোটও দেবেন না। কতটা অধঃপতন হতে পারে আমাদের সমাজের। সেই অধঃপতন এখনো অব্যাহত আছে। বঙ্গবন্ধু থাকলে এ নিয়ে কী বলতেন, তা ভাবতে খুব একটা কষ্ট হয় না।
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করায় দলগুলো এখন সম্ভাব্য জোটের জন্য আসন ভাগাভাগির আলোচনায় গুরুত্ব দিচ্ছে।
২ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৩ ঘণ্টা আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
৫ ঘণ্টা আগে