Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘন: ১০ প্রার্থীসহ অর্ধশতাধিক মামলার সিদ্ধান্ত ইসির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আচরণবিধি লঙ্ঘন: ১০ প্রার্থীসহ অর্ধশতাধিক মামলার সিদ্ধান্ত ইসির 

বিএনপি ও সমমনাদের বর্জন করা নির্বাচনেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের হিড়িক পড়েছে। নির্বাচনী আরচণবিধি লঙ্ঘনের কারণে ১০ জন প্রার্থীসহ ৬০ এর অধিক প্রার্থী-সমর্থকের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) রাতে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এই ১০ জন প্রার্থীর মধ্যে চারজন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। একজন জাতীয় পার্টি এবং বাকিরা স্বতন্ত্র প্রার্থী। 

সূত্র জানায়, বৃহস্পতিবারই প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ৪২টি মামলা দায়ের করার নির্দেশনা দিয়েছে কমিশন।

যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা করেছে ইসি
রাজশাহী-৪ আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ; নোয়াখালী-২ আসনে মোরশেদ আলম; চট্টগ্রাম-১৬ আসনে মোস্তাফিজুর রহমান; ও ঝিনাইদহ-১ আসনে আব্দুল হাই; মাগুরা-২ জাপার মো. মুরাদ আলী; জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী; ঠাকুরগাঁও-২ মো. আলী আসলাম; নোয়াখালী-২ আতাউর রহমান ভূঁইয়া; নেত্রকোনা-১ জান্নাতুল ফেরদৌস আরা; এবং মেহেরপুর-১ আসনে আব্দুল মান্নান। 

অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রায় ছয়’শর মতো অভিযোগ পেয়েছি। তার মধ্যে আমরা প্রায় চারশও মতো অভিযোগ এন্টারটেইন করেছি। এন্টারটেইন করে নির্বাচন কমিশন কার্যালয় থেকে কি করণীয় বা কি পদক্ষেপ গৃহিতব্য সেটা আমরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদেরকে জানিয়েছি। 

জানা যায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিভিন্ন রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থীসহ ও সমর্থকদের এ পর্যন্ত ৫৮৯টি শোকজ ও তলব নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত