Ajker Patrika

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

অধিবেশনের বিরতিতে নিউইয়র্ক সময় মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। 

এর বাইরে নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের সরকার প্রধান, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকে ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউনূস একই সময়ে নিউইয়র্কে অবস্থান না করায় এবার তাঁদের মধ্যে বৈঠক হচ্ছে না। তবে ইউনূসের সফরসঙ্গী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে নিউইয়র্ক সময় সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হওয়ার কথা রয়েছে। 

সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বাংলাদেশ নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে একটি আলোচনার আয়োজন করেছে। ইউনূস এই আলোচনায় যোগ দেবেন। 

প্রধান উপদেষ্টা আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেদিনই তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন। 

সরকারি প্রতিনিধি দল, নিরাপত্তা, প্রটোকল ও গণমাধ্যমসহ সব মিলিয়ে এবার ৫৬ জন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত