নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন রমজান মাসে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে ৫ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে সরকার। সচিবালয়ে আজ রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব তথ্য জানান।
সয়াবিন তেলের দাম বাড়া নিয়ে এক প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তেলের দাম বাড়িয়েছি, কারণ ৯০ ভাগ খাবারের তেল আমরা ইমপোর্ট (আমদানি) করি। আন্তর্জাতিক বাজারে সেই তেলের দাম বেড়েছে। কনটেইনার ভাড়া বেড়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আমরা দাম ঠিক না করে দিই, তাহলে তো ব্যবসায়ীরা তেল আনবেই না। এ জন্য ট্যারিফ কমিশন বসে আন্তর্জাতিক বাজারের ১০ দিন, ১৫ দিনের প্রাইজ ফিক্সআপ করে। সব দেখে একটি দাম নির্ধারণ করা হয়। তেলের দাম আন্তর্জাতিক বাজারে ১০ বছর আগে যেটা ছিল, সেটা এখন দ্বিগুণ হয়েছে। এখন যদি আমরা বলি দাম বাড়াতে পারবে না, তাহলে ব্যবসায়ীরা ইমপোর্ট করবে না। ইমপোর্ট না করলে তো আরও বড় ধরনের সংকট হয়ে যাবে।’
টিপু মুনশি বলেন, ‘এটা তো সত্যি কথা যে, মানুষের কষ্ট হচ্ছে। আমরা যেটা চেষ্টা করছি, সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে সেটা সাধারণ মানুষকে দেওয়া। আমরা চিন্তা করলাম রমজান মাস উপলক্ষে ৫০ লাখ মানুষকে দেওয়া যায় কি না? সেটা ট্রাকের মাধ্যমে নয়, আগে যেভাবে আড়াই হাজার টাকা দেওয়া হয়েছিল সেভাবে দুস্থ লোক যারা তাদের কাছে পৌঁছে দেব।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয়, এক কোটি মানুষকে সেই ব্যবস্থায় আনতে। আমরা সরকারিভাবে চেষ্টা করছি রমজান সামনে রেখে এক কোটি মানুষকে আমরা এ ধরনের সামগ্রী দেব সাশ্রয়ী মূল্যে। আগে যেভাবে টাকাটা দেওয়া হয়েছে সেই লিস্ট তো আছে। প্রতিটি ইউনিয়নে টিসিবির মাধ্যমে ওপেনিং করা হবে, সেখান থেকে তারা সংগ্রহ করে নেবে। যে চারটা পণ্য আমরা দিই সেটার সঙ্গে রমজান মাসে খেজুর ও ছোলা যোগ হবে।’ উল্লেখ্য, টিসিবির ট্রাকে এখন তেল, চিনি, পেঁয়াজ ও ডাল বিক্রি করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম না কমলে ব্যবসায়ীদের চাপ দিয়ে লাভ নেই। আমরা যে দাম নির্ধারণ করে দিলাম, তার চেয়ে বেশি দামে কেউ বিক্রি করলে ভোক্তা অধিকারসহ সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’
পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে টিপু মুনশি বলেন, ‘এর উল্টোটা যদি বলি, পেঁয়াজের দাম ২৫ টাকা হয়ে গেল কেন? সেখানেও কিন্তু কৃষকেরা বলছে, পেঁয়াজ কিন্তু আমরা রাস্তায় ফেলে দেব। এটা কাঁচামাল, দুই দিন যদি ট্রান্সপোর্ট বন্ধ থাকে, এটার দাম কিন্তু বেড়ে যাবে। কৃষি মন্ত্রণালয় আমাদের একটি হিসাব দিয়েছে। সেই হিসেবে প্রতি কেজিতে কৃষকদের জায়গাভেদে ১৮-২০ টাকা খরচ হয়। এটাকে অন্তত ২৫ টাকায় বিক্রি করতে হবে। ২৫ টাকা যদি কুষ্টিয়া, রাজবাড়ীতে কৃষকেরা বিক্রি করেন, ঢাকায় এটা ৪০-৪৫ টাকায় বিক্রি করতে হবে। এখন ঢাকায় যখন ২৫ টাকা হয়েছিল কৃষিমন্ত্রী আমাকে বললেন, আমরা সব ইমপোর্ট বন্ধ করে দেব, কৃষকেরা তো কান্নাকাটি করছে। এটা হচ্ছে সমস্যা। যদি দাম কমে যায় কৃষকেরা বলেন কী করব? আবার যখন বেড়ে যায় ভোক্তারা বলেন, দাম বেড়ে গেছে।’
আসন্ন রমজান মাসে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে ৫ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে সরকার। সচিবালয়ে আজ রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব তথ্য জানান।
সয়াবিন তেলের দাম বাড়া নিয়ে এক প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তেলের দাম বাড়িয়েছি, কারণ ৯০ ভাগ খাবারের তেল আমরা ইমপোর্ট (আমদানি) করি। আন্তর্জাতিক বাজারে সেই তেলের দাম বেড়েছে। কনটেইনার ভাড়া বেড়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আমরা দাম ঠিক না করে দিই, তাহলে তো ব্যবসায়ীরা তেল আনবেই না। এ জন্য ট্যারিফ কমিশন বসে আন্তর্জাতিক বাজারের ১০ দিন, ১৫ দিনের প্রাইজ ফিক্সআপ করে। সব দেখে একটি দাম নির্ধারণ করা হয়। তেলের দাম আন্তর্জাতিক বাজারে ১০ বছর আগে যেটা ছিল, সেটা এখন দ্বিগুণ হয়েছে। এখন যদি আমরা বলি দাম বাড়াতে পারবে না, তাহলে ব্যবসায়ীরা ইমপোর্ট করবে না। ইমপোর্ট না করলে তো আরও বড় ধরনের সংকট হয়ে যাবে।’
টিপু মুনশি বলেন, ‘এটা তো সত্যি কথা যে, মানুষের কষ্ট হচ্ছে। আমরা যেটা চেষ্টা করছি, সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে সেটা সাধারণ মানুষকে দেওয়া। আমরা চিন্তা করলাম রমজান মাস উপলক্ষে ৫০ লাখ মানুষকে দেওয়া যায় কি না? সেটা ট্রাকের মাধ্যমে নয়, আগে যেভাবে আড়াই হাজার টাকা দেওয়া হয়েছিল সেভাবে দুস্থ লোক যারা তাদের কাছে পৌঁছে দেব।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয়, এক কোটি মানুষকে সেই ব্যবস্থায় আনতে। আমরা সরকারিভাবে চেষ্টা করছি রমজান সামনে রেখে এক কোটি মানুষকে আমরা এ ধরনের সামগ্রী দেব সাশ্রয়ী মূল্যে। আগে যেভাবে টাকাটা দেওয়া হয়েছে সেই লিস্ট তো আছে। প্রতিটি ইউনিয়নে টিসিবির মাধ্যমে ওপেনিং করা হবে, সেখান থেকে তারা সংগ্রহ করে নেবে। যে চারটা পণ্য আমরা দিই সেটার সঙ্গে রমজান মাসে খেজুর ও ছোলা যোগ হবে।’ উল্লেখ্য, টিসিবির ট্রাকে এখন তেল, চিনি, পেঁয়াজ ও ডাল বিক্রি করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম না কমলে ব্যবসায়ীদের চাপ দিয়ে লাভ নেই। আমরা যে দাম নির্ধারণ করে দিলাম, তার চেয়ে বেশি দামে কেউ বিক্রি করলে ভোক্তা অধিকারসহ সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’
পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে টিপু মুনশি বলেন, ‘এর উল্টোটা যদি বলি, পেঁয়াজের দাম ২৫ টাকা হয়ে গেল কেন? সেখানেও কিন্তু কৃষকেরা বলছে, পেঁয়াজ কিন্তু আমরা রাস্তায় ফেলে দেব। এটা কাঁচামাল, দুই দিন যদি ট্রান্সপোর্ট বন্ধ থাকে, এটার দাম কিন্তু বেড়ে যাবে। কৃষি মন্ত্রণালয় আমাদের একটি হিসাব দিয়েছে। সেই হিসেবে প্রতি কেজিতে কৃষকদের জায়গাভেদে ১৮-২০ টাকা খরচ হয়। এটাকে অন্তত ২৫ টাকায় বিক্রি করতে হবে। ২৫ টাকা যদি কুষ্টিয়া, রাজবাড়ীতে কৃষকেরা বিক্রি করেন, ঢাকায় এটা ৪০-৪৫ টাকায় বিক্রি করতে হবে। এখন ঢাকায় যখন ২৫ টাকা হয়েছিল কৃষিমন্ত্রী আমাকে বললেন, আমরা সব ইমপোর্ট বন্ধ করে দেব, কৃষকেরা তো কান্নাকাটি করছে। এটা হচ্ছে সমস্যা। যদি দাম কমে যায় কৃষকেরা বলেন কী করব? আবার যখন বেড়ে যায় ভোক্তারা বলেন, দাম বেড়ে গেছে।’
ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনী মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোন আইনি জটিলতা আছে কিনা-সে বিষয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগেইন্টারনেটের দাম জুলাই থেকে ২০ শতাংশ কমছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেছেন, ‘মূল্য এ বছরের জুলাই মাস থেকে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) স্তরে ইন্টারনেটের দাম ২০ শতাংশ হারে কমানো হবে।’
৩ ঘণ্টা আগেতথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ বলেছে, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। তাঁকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে।
৩ ঘণ্টা আগেস্বচ্ছতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক এক
৩ ঘণ্টা আগে