Ajker Patrika

চাকরির মেয়াদ শেষ, জ্ঞান অর্জনে ৬ দিনের বিদেশ সফরে পূর্ত সচিব

তোফাজ্জল হোসেন রুবেল, ঢাকা
চাকরির মেয়াদ শেষ, জ্ঞান অর্জনে ৬ দিনের বিদেশ সফরে পূর্ত সচিব

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন চাকরির শেষ সময়ে এসে অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশ ভ্রমণে গেছেন। চুক্তিতে সচিবের চেয়ারে থাকা এ কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ মার্চ। এর মধ্যে গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৪০ মিনিটে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে ছয় দিনের সরকারি সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছেন তিনি। 

আগামী ১০ মার্চ তাঁর চাকরির মেয়াদ শেষ। আর তাঁর দেশে ফেরার কথা রয়েছে ১১ মার্চ। ওয়াছি উদ্দিন বর্তমানে ভবন ও জলবায়ু বিষয়ক একটি অনুষ্ঠানে প্যারিসে অবস্থান করছেন। তাঁর সঙ্গে একই অনুষ্ঠানে পূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাইলা আহমেদও গেছেন বলে মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশ সূত্রে জানা গেছে। 

পূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনকে সচিব হিসেবে গত বছর এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। সরকারি চাকরি আইন ২০১৮–এর ধারা ৪৯ অনুযায়ী তাঁর অবসর–উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ২০২৩ সালের ১০ মার্চ পর্যন্ত অর্থাৎ এক বছরের জন্য ওই মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। 

এর আগে ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর কাজী ওয়াছি উদ্দিনকে এই মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়মিত নিয়োগ দেওয়া হয়েছিল। এ কর্মকর্তা এর আগে গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ–২) হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। 

এদিকে, মাসখানেক ধরে কাজী ওয়াসি উদ্দিনের আবারও চুক্তিতে সচিব পদে থাকা নিয়ে জোর গুঞ্জন ছিল পূর্ত মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোতে। কাজী ওয়াছি উদ্দিনও চুক্তির মেয়াদ বাড়াতে বেশ তৎপরতা চালিয়েছিলেন। কিন্তু নানা অনিয়মের অভিযোগ থাকায় শেষ পর্যন্ত সেটি হয়নি বলে জানা গেছে। 

কাজী ওয়াছি উদ্দিনের আগে এ মন্ত্রণালয়ে সচিবের চেয়ারে মো. শহীদ উল্লা খন্দকারও নিয়মিত চাকরি শেষে পরপর তিনবার চুক্তিতে দায়িত্বে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

এলাকার খবর
Loading...