নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। হল বন্ধ থাকায় আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন। আর তাঁর বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। তাঁর বাবার নাম আলতু মিয়া।
ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলার একটি বাথরুমের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
তুষ্টিসহ চার শিক্ষার্থী মিলে ওই ভবনের নিচতলায় একটি বাসায় সাবলেট থাকতেন জানিয়ে সাইফুল আরও জানান, সকালে তাঁর রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘অসুস্থতাজনিত কারণে ওই ছাত্রী বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেয়েছি। গতকাল বৃষ্টিতে ভিজেছিলেন তুষ্টি। এ ছাড়া তাঁর ঠান্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি।’
মৃতের রুমমেট সুমাইয়া পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল নিউমার্কেটে বৃষ্টিতে ভিজেছেন তাঁরা। এর পর থেকে অসুস্থ বোধ করছিলেন তুষ্টি। গতকাল বিকেলের পর বাসা থেকে বের হননি। আগে থেকেই ঠান্ডার সমস্যা ছিল। সকালে বাথরুমে ঢোকেন। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা নক করি। তাতেও কাজ হয় না। এদিকে পানির কলও খোলা ছিল। পরে ৯৯৯–এ কল দিই। ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁকে।’
ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। হল বন্ধ থাকায় আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন। আর তাঁর বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। তাঁর বাবার নাম আলতু মিয়া।
ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলার একটি বাথরুমের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
তুষ্টিসহ চার শিক্ষার্থী মিলে ওই ভবনের নিচতলায় একটি বাসায় সাবলেট থাকতেন জানিয়ে সাইফুল আরও জানান, সকালে তাঁর রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘অসুস্থতাজনিত কারণে ওই ছাত্রী বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেয়েছি। গতকাল বৃষ্টিতে ভিজেছিলেন তুষ্টি। এ ছাড়া তাঁর ঠান্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি।’
মৃতের রুমমেট সুমাইয়া পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল নিউমার্কেটে বৃষ্টিতে ভিজেছেন তাঁরা। এর পর থেকে অসুস্থ বোধ করছিলেন তুষ্টি। গতকাল বিকেলের পর বাসা থেকে বের হননি। আগে থেকেই ঠান্ডার সমস্যা ছিল। সকালে বাথরুমে ঢোকেন। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা নক করি। তাতেও কাজ হয় না। এদিকে পানির কলও খোলা ছিল। পরে ৯৯৯–এ কল দিই। ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁকে।’
বাংলাদেশ রেলওয়ের ৯০ শতাংশ ইঞ্জিনেরই (লোকোমোটিভ) মেয়াদ শেষ হয়ে গেছে। ৩০ থেকে ৬০ বছরের পুরোনো এসব ইঞ্জিন যাত্রাপথে বিকল হয়ে দুর্ভোগে ফেলছে যাত্রীদের। শুধু পণ্যবাহী, লোকাল বা মেইল নয়; কোনো কোনো আন্তনগর ট্রেনও চলছে কার্যকাল পেরিয়ে যাওয়া ইঞ্জিনে।
৬ ঘণ্টা আগেবিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ হলে আসামিকে কারাগারের কনডেম সেলে (নির্জন প্রকোষ্ঠ) পাঠানো হয়। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা ‘দুবার সাজা দেওয়ার শামিল’ উল্লেখ করে এই বিধান বাতিল করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিন পরই এই রায় স্থগিত করেন আপিল
৬ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা-বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল ও
৬ ঘণ্টা আগেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্স-সেবা নিয়ে আবারও অচলাবস্থা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে প্রায় ৭ লাখ গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স ঝুলে আছে। ২০২০ সালের ২৯ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স
৭ ঘণ্টা আগে