অনলাইন ডেস্ক
বিগত বছরগুলোতে কেবল একটি দলকে কেন্দ্র করেই ডিসেম্বর মাসের বিজয় উৎসব হতো। এবার সেই উৎসব দলমত নির্বিশেষে জনগণের সবার মধ্যে ছড়িয়ে দিতে বৈচিত্র্যপূর্ণ আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।
আজ বুধবার একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে ডিসেম্বরে আয়োজন করা অনুষ্ঠানগুলোর কথা জানাতে গিয়ে কর্তৃপক্ষ বললেন এ কথা। সংবাদ সম্মেলনে পুরো আয়োজনের কথা তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ জানালেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশজুড়ে নানা উদ্যোগের মাধ্যমে জনগণকে শিল্প–সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে চান তারা। এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে যাত্রা, নাটক উৎসব, সাধুমেলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উৎসব, যন্ত্রসংগীত উৎসব, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, গ্রাফিতি বিষয়ক ‘জুলাই ২০২৪’ শীর্ষক নকশিকাঁথা তৈরির কর্মশালা, মেহনতি মানুষদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, কাওয়ালী সন্ধ্যা, ৬৪ জেলায় নাট্যকর্মশালা, স্ট্যান্ডআপ কমেডি, ভিআর গ্যালারি, লোক সংস্কৃতি উৎসব, আর্টক্যাম্প ইত্যাদি।
শিল্পকলা একাডেমি বলছে, শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে দেশজুড়েই বিজয়ের উৎসবকে ছড়িয়ে দেওয়া এবারের আয়োজনের লক্ষ্য। তা ছাড়া শুধু গতানুগতিক নাটক, গান কিংবা নৃত্য নয়, স্ট্যান্ডআপ কমেডি, ভিআর এর মতো নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে আয়োজনে।
মাসব্যাপী এই বিজয় উদযাপনের আয়োজন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। আজ সিলেটের কীন ব্রিজের চাঁদনী ঘাটে আয়োজিত হবে কাওয়ালি সন্ধ্যা। ঢাকা থেকে সমীর কাওয়াল ও তার দল এবং স্থানীয় কাওয়ালরা এতে অংশগ্রহণ করবেন। ডিসেম্বরের এই আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ঐতিহ্যবাহী উৎসব।
এর মধ্যে আছে ৬ ডিসেম্বর গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব, ১৯ ডিসেম্বর হাজং সম্প্রদায়ের চরমাগা উৎসব ও মহিষাসুর বধ পালা, ২৭ ডিসেম্বর কোচ সম্প্রদায়ের বিহু উৎসব। ২০ ডিসেম্বর ঠাকুরাগাঁওয়ে হবে ভাওয়াইয়া গানের আসর, ২১ ডিসেম্বর সুনামগঞ্জে থাকছে হাসন রাজাকে উৎসর্গ করে আয়োজন। ৮ ডিসেম্বর চট্টগ্রামে হবে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স,৯-২৯ ডিসেম্বর আলোকচিত্র প্রশিক্ষণ, ১৩ ডিসেম্বর হবে ‘বৈষম্যহীন’ নাট্য যাত্রা।
এই আয়োজন ঢাকার দেশ নাটকের নাটক নিত্যপুরাণ যাবে কুষ্টিয়া, যশোরের বিবর্তন এর নাটক মাতব্রিং যাবে খুলনা। ২০ ডিসেম্বর প্রাচ্যনাটের নাটক কিনু কাহারের থেটার যাবে মানিকগঞ্জ, বটতলার নাটক খনা যাবে চট্টগ্রাম।
বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন ওয়েব জার্নাল, ‘শোন মহাজন আমরা অনেকজন’ শীর্ষক পারফরম্যান্সসহ নানা আয়োজন চলবে ৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বিগত বছরগুলোতে কেবল একটি দলকে কেন্দ্র করেই ডিসেম্বর মাসের বিজয় উৎসব হতো। এবার সেই উৎসব দলমত নির্বিশেষে জনগণের সবার মধ্যে ছড়িয়ে দিতে বৈচিত্র্যপূর্ণ আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।
আজ বুধবার একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে ডিসেম্বরে আয়োজন করা অনুষ্ঠানগুলোর কথা জানাতে গিয়ে কর্তৃপক্ষ বললেন এ কথা। সংবাদ সম্মেলনে পুরো আয়োজনের কথা তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ জানালেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশজুড়ে নানা উদ্যোগের মাধ্যমে জনগণকে শিল্প–সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে চান তারা। এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে যাত্রা, নাটক উৎসব, সাধুমেলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উৎসব, যন্ত্রসংগীত উৎসব, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, গ্রাফিতি বিষয়ক ‘জুলাই ২০২৪’ শীর্ষক নকশিকাঁথা তৈরির কর্মশালা, মেহনতি মানুষদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, কাওয়ালী সন্ধ্যা, ৬৪ জেলায় নাট্যকর্মশালা, স্ট্যান্ডআপ কমেডি, ভিআর গ্যালারি, লোক সংস্কৃতি উৎসব, আর্টক্যাম্প ইত্যাদি।
শিল্পকলা একাডেমি বলছে, শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে দেশজুড়েই বিজয়ের উৎসবকে ছড়িয়ে দেওয়া এবারের আয়োজনের লক্ষ্য। তা ছাড়া শুধু গতানুগতিক নাটক, গান কিংবা নৃত্য নয়, স্ট্যান্ডআপ কমেডি, ভিআর এর মতো নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে আয়োজনে।
মাসব্যাপী এই বিজয় উদযাপনের আয়োজন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। আজ সিলেটের কীন ব্রিজের চাঁদনী ঘাটে আয়োজিত হবে কাওয়ালি সন্ধ্যা। ঢাকা থেকে সমীর কাওয়াল ও তার দল এবং স্থানীয় কাওয়ালরা এতে অংশগ্রহণ করবেন। ডিসেম্বরের এই আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ঐতিহ্যবাহী উৎসব।
এর মধ্যে আছে ৬ ডিসেম্বর গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব, ১৯ ডিসেম্বর হাজং সম্প্রদায়ের চরমাগা উৎসব ও মহিষাসুর বধ পালা, ২৭ ডিসেম্বর কোচ সম্প্রদায়ের বিহু উৎসব। ২০ ডিসেম্বর ঠাকুরাগাঁওয়ে হবে ভাওয়াইয়া গানের আসর, ২১ ডিসেম্বর সুনামগঞ্জে থাকছে হাসন রাজাকে উৎসর্গ করে আয়োজন। ৮ ডিসেম্বর চট্টগ্রামে হবে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স,৯-২৯ ডিসেম্বর আলোকচিত্র প্রশিক্ষণ, ১৩ ডিসেম্বর হবে ‘বৈষম্যহীন’ নাট্য যাত্রা।
এই আয়োজন ঢাকার দেশ নাটকের নাটক নিত্যপুরাণ যাবে কুষ্টিয়া, যশোরের বিবর্তন এর নাটক মাতব্রিং যাবে খুলনা। ২০ ডিসেম্বর প্রাচ্যনাটের নাটক কিনু কাহারের থেটার যাবে মানিকগঞ্জ, বটতলার নাটক খনা যাবে চট্টগ্রাম।
বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন ওয়েব জার্নাল, ‘শোন মহাজন আমরা অনেকজন’ শীর্ষক পারফরম্যান্সসহ নানা আয়োজন চলবে ৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পে সাশ্রয় হওয়া টাকায় আরও ৩৫টি কোচ (বগি) কেনার সিদ্ধান্ত হলেও নির্দিষ্ট মেয়াদে সেগুলো আসছে না। যে সময়ে আসবে, তখন টাকা পরিশোধে জটিলতার কারণে এই প্রকল্পের মেয়াদ আগামী বছর জুন পর্যন্ত এক বছর বাড়ানো হচ্ছে।
৬ ঘণ্টা আগেপরপর দুটি দুর্ঘটনায় উড়ে যায় বাসের ছাদ। বাসে যাত্রী ছিলেন ৬০ জন। আহতও হন বেশ কয়েকজন। তবে এরপরও বাস থামাননি চালক। ছাদবিহীন বাস বেপরোয়া গতিতে চালিয়েছেন প্রায় ৫ কিলোমিটার। এরপর যাত্রী ও ওই পথে চলা অন্যদের রোষের মুখ বাস থামিয়ে পালিয়ে যান চালক।
৮ ঘণ্টা আগেপররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ‘মহান মুক্তিযুদ্ধে গণহত্যার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা ও স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদের বকেয়া অর্থ দাবি’ করা হয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে এই অমীমাংসিত
১০ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ‘দ্বিধাগ্রস্ত’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আরাকান আর্মি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত নয়, তাই আনুষ্ঠানিক আলোচ
১১ ঘণ্টা আগে